Audi India: লঞ্চের আগেই বহুল প্রতীক্ষিত নতুন Q3-র ভ্যারিয়েন্টের তথ্য প্রকাশ করল আউডি ইন্ডিয়া (Audi India)। কিছু দিনের মধ্যেই দেশের বাজারে প্রকাশ্যে আসবে এই গাড়ি। পরিসংখ্যান বলছে Audi মডেলগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় মডেল Q3। কমপ্যাক্ট বিলাসবহুল এই গাড়িতে Quattro AWD অল হুইল ড্রাইভ দেওয়া হবে। এটি একটি টার্বো-পেট্রলের সঙ্গে পাওয়া যাবে।


2022 Audi Q3: নতুন Q3 দুটি ট্রিম- প্রিমিয়াম প্লাস ও টেকনোলজি-সহ পাওয়া যাবে


প্রিমিয়াম প্লাস ট্রিমে ১৮ ইঞ্চি অ্যালয়, কোয়াত্রো এডব্লিউডি, এলইডি হেডল্যাম্প, প্যানোরামিক সানরুফ, ফোর-ওয়ে লাম্বার সাপোর্ট সহ পাওয়ার অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট পাওয়া যাবে গাড়িতে। এ ছাড়াও লেদার-লেথারেট কম্বিনেশন সিট, গৃহসজ্জার সামগ্রী, অ্যাম্বিয়েন্ট লাইটিং প্যাকেজ (সিঙ্গল কালার), কমফোর্ট সাসপেনশনের মতো বৈশিষ্ট্যগুলি পাবেন এই এসইউভিতে। ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, রিজেনারেটিভ ব্রেকিং সহ স্টার্ট/স্টপ সিস্টেম, রিয়ার ভিউ ক্যামেরা সহ পার্কিং এইড প্লাস, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ৬টি স্পিকারের অডিও সিস্টেম, ৬টি এয়ারব্যাগ ছাড়াও আরও অনেক কিছু রয়েছে গাড়িতে।


Audi India: টপ-এন্ড টেকনোলজি ভ্যারিয়েন্টে ওপরের বৈশিষ্ট্যগুলি ছাড়াও আরও বৈশিষ্ট্য থাকবে যেমন MMI টাচ সহ MMI ন্যাভিগেশন প্লাস, অডি ড্রাইভ সিলেক্ট, অডি ভার্চুয়াল ককপিট প্লাস, অ্যাম্বিয়েন্ট লাইটিং প্যাকেজ প্লাস (৩০ কালার), নিয়ন্ত্রিত টেলগেট সহ কমফোর্ট কী সবই পাওয়া যাবে নতুন Q3-তে। এই গাড়িতে বনেটের ঢাকনা বৈদ্যুতিকভাবে খোলা ও বন্ধ করা সম্ভব। ওয়্যারলেস চার্জিং সিস্টেম সহ অডি ফোন বক্স ও অডি সাউন্ড সিস্টেম (দশটি স্পিকার, ১৮০ ওয়াট) পাওয়া যাবে গাড়িতে।




2022 Audi Q3: এতে একটি 2.0l TFSI ইঞ্জিন যা 190 hp ও 320 Nm টর্ক সরবরাহ করবে। এই SUV 0-100 যেতে 7.3 সেকেন্ড নেয়। বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বছরের শেষে এই গাড়ির ডেলিভারি শুরু হবে।


Audi A8 L 2022: কদিন আগেই ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ বিলাসবহুল মডেল নিয়ে এসেছে আউডি (Audi) । কিয়ারা আডবাণীর হাত ধরে দেশে দেখা গেছে 2022 Audi A8 L-এর প্রথম ছবি। গাড়ির দাম শুরু হচ্ছে ১.২৯ কোটি টাকা থেকে। 


2022 Audi A8 L: বাইরে থেকে কেমন দেখতে গাড়ি ? 
প্রথম দেখাতেই গাড়ি থেকে চোখ সরাতে পারবেন না। ফ্ল্যাগশিপ এই সেডানে বিলাসবহুল অনেক বৈশিষ্ট্য দিচ্ছে কোম্পানি। গাড়ির সামনে এবার আর ক্রোম গ্রিল দেখতে পাবেন না। পরিবর্তে ক্রোমের জাল নকশা ব্যবহার করেছে এই জার্মানির কোম্পানি। নতুন গ্রিলের পাশেই পাবেন ডিজিটাল ম্যাট্রিক্স এলইডি হেডল্যাম্প। এছাড়াও নতুন ১৯-ইঞ্চি টারবাইন ডিজাইনের অ্যালয় হুইল দেখা যাবে গাড়িতে।