নয়াদিল্লি: মধ্যপ্রদেশের রেওয়ায় ( Rewa, Madhya Pradesh ) ভয়াবহ দুর্ঘটনা। ৩টি গাড়ির সংঘর্ষে ১৪ জনের মৃত্যু হল।  মৃতরা সকলেই শ্রমিক। আহত ৪০ জন।


বুধবার রাতে জব্বলপুর থেকে রেওয়া হয়ে প্রয়াগরাজ ( Prayagraj ) যাচ্ছিল বাসটি। উত্তরপ্রদেশ ( UP ) ও মধ্যপ্রদেশের (MP) সীমানায় জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোহাগী থানার পুলিশ।  বাসে আটকে পড়া সব যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে ।  আটকে পড়া বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আহতদের তিয়ানতার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দুর্ঘটনাস্থলটি  উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের সীমানায় ৩০ নম্বর জাতীয় সড়কে ( National Highway 30 )   ভয়াবহ  দুর্ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনায় ১৪ জন মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে বাড়তে পারে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৪০  জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।


২২ অক্টোবরের আরও খবর


১। মধ্যরাতে করুণাময়ীতে আন্দোরনরত চাকরিপ্রার্থীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ। প্রতিবাদে রাস্তায় বাম-বিজেপি-কংগ্রেস। 


২। গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ। অনৈতিক আচরণ, ট্যুইট অপর্ণার। কলঙ্কময় অধ্যায়, আক্রমণ কমলেশ্বরের। ধিক্কার বিবৃতি বিনায়ক, বিভাস কৌশিকদের। দুর্ভাগ্যজনক, ট্যুইট সৃজিতের।


৩I 'বিরোধীরা সবাই মিলে তৃণমূলের সঙ্গে এঁটে উঠতে পারছে না, তাই একসঙ্গে আন্দোলনে নামছে, তৃণমূলের পাশে মানুষ আছে', বললেন ফিরহাদ । 

৪। অনশন আন্দোলনেও বদলাল না পর্ষদের সিদ্ধান্ত। ২০ জেলায় ১১ হাজার ৭৬৫ শূন্যপদে নিয়োগ, বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা পর্ষদের। খুলল অনলাইনে আবেদনের পোর্টাল।


৫। উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগে ১ হাজার ৫৮৫ জনের ইন্টারভিউ শুরু স্কুল সার্ভিস কমিশনের অফিসে। ছুটির পর আদালত খুললে মেধাতালিকা জমা।


৬। প্রভাব খাটিয়ে বারবার নিজের ছেলের সংস্থাকে কাজের সুযোগ পাইয়ে দিয়েছেন মানিক, নেপথ্যে ঘনিষ্ঠ তাপস মণ্ডল। দাবি ইডির। মুখে কুলুপ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির।

৭। আজ রোজগার মেলার সূচনা নরেন্দ্র মোদির। ১০ লক্ষের মধ্যে ৭৫ হাজার জনকে সরকারি চাকরির নিয়োগপত্র। বাংলায় নিয়োগপত্র মিলবে কলকাতার আনন্দপুরে।

৮। দেবভূমে প্রধানমন্ত্রী। কেদারনাথ, বদ্রীনাথে পুজো দেওয়ার পর গেলেন চিন সীমান্তে ভারতের শেষ গ্রামে। রাতে থাকলেন বদ্রীনাথে।


৯। মেয়াদি জমায় সুদ বাড়াল এসবিআই। ২ কোটির থেকে কম টাকায় ২১১ দিনের বেশি বা ১ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিটে মিলবে ৫ দশমিক ৫ শতাংশ সুদ। অক্টোবরেই কার্যকর।


১০। সুপ্রিম কোর্টেও খারিজ অনুব্রতর দেহরক্ষীর আবেদন। গরুপাচার মামলায় জেরা করতে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে গেল ইডি।


১১। ভিনরাজ্যে পালিয়েও হল না শেষরক্ষা। শিবপুরে কোটি কোটি উদ্ধারে অবশেষে গ্রেফতার পাণ্ডে ব্রাদার্সের তিন ভাই। আমদাবাদ থেকে জালে সহযোগীও। 


১২ I সাগরে ঘনাচ্ছে দুর্যোগের মেঘ। ২৫ অক্টোবর পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড়ের সতর্কতা। সুন্দরবন এলাকায় বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা।