হায়দরাবাদ: তেলঙ্গানা ও ছত্তীসগড় সীমায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীর মধ্যে গুলি বিনিময়। এই গুলির লড়াইয়ে ৬ মাওবাদী মারা গিয়েছে বলে খবর। নিহতদের মধ্যে চার মহিলা। সোমবার সকালে ছত্তীসগড়ের (Chhattisgarh-Telangana border) সুকমা জেলা ও তেলঙ্গানার কোঠাগুড়েম জেলার মাঝে সীমা এলাকায়  এই গুলি বিনিময় হয়। ওই জঙ্গল এলাকায় (Jungle Area) ছত্তীসগড়ের ডিআরজি ও সিআরপিএফের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়েছিল তেলঙ্গানার গ্রেহাউন্ড ফোর্স। নিহত মাওবাদীরা চেরলা এরিয়া কমিটির বলে মনে করা হচ্ছে। নিহতদের মধ্যে তাদের এক শীর্ষ নেতা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে মৃতের পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশ জানিয়েছে।


ভারদ্রাদরি কোঠাগুড়েম এসপি সুনীল জানিয়েছেন, পেসালপাড়ু এলাকায় একদল মাওবাদী ঘাঁটি গেড়েছে বলে তাঁরা গোপনসূত্রে জানাতে পারেন। তিনি জানিয়েছেন,  খবর পাওয়া যায় যে, মাওবাদীরা পুলিসের ওপর আইইডি আক্রমণ চালানোর ছক কষছে।এরপরই ছত্তীসগড়ের বাহিনী ও তেলঙ্গানার গ্রেহাউন্ড যৌথ অভিযান চালায়। সেই অভিযানের সময়ই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এদিন সকাল সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত গুলির লড়াই চলে। কমপক্ষে ছয় মাওবাদীর মৃত্যু হয়েছে। মৃতদের এখন শনাক্ত করা যায়নি।


বস্তারের আইজি পি সুন্দররাজ জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এক্ষেত্রে প্রধান পদক্ষেপ নিয়েছিল তেলঙ্গানার বাহিনী। আমাদের সিআরপিএফ ও ডিআরজি কিস্তারাম এলাকায় সহযোগিতা করেছে। 


এর আগে গত বৃহস্পতিবার ঝাড়খণ্ডের চাঁইবাসা জেলায় পুলিশ পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএলএফআই)-এর এরিয়া কমান্ডার বন্ধনা টোপনোকে গোলা-বারুদ সহ পাহাড়ি জঙ্গল এলাকায় গ্রেফতার করেছিল। পুলিশ সূত্রে এই গ্রেফতারি সম্পর্কে জানানো হয়েছিল যে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়েছিল পুলিশ। পুলিশ জানায় যে, ওই মাওবাদী কমান্ডারের সঙ্গে তার কয়েকজন সঙ্গীরও পিছু ধাওয়া করা হয়েছিল। কিন্তু বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।  ধৃত মাওবাদী কমান্ডারের বিরুদ্ধে একাধিক মামলায় দায়ের রয়েছে।