7th Pay Commission: বড় দিনে (Christmas 2021)আসতে পারে বড় উপহার! আপনিও যদি কেন্দ্রীয় সরকারি কর্মী হয়ে থাকেন তবেই এই সুখবর আসতে পারে আপনার জন্য। আজই হতে পারে সেই নিয়ে বৈঠক। প্রধানমন্ত্রী (PM Modi) সবুজ সংকেত দিলেই অ্যাকাউন্টে ঢুকবে কয়েক লক্ষ টাকা।
DA Hike: আপনি যদি দীর্ঘদিনের আটকে থাকা ডিএ-র জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে এবার বড়দিনে সরকার ১৮ মাসের সেই বকেয়া DA ঘোষণা করতে পারে। বর্তমানে সরকার মহার্ঘ ভাতা ৩১ শতাংশে বাড়িয়েছে। মিডিয়া রিপোর্ট বলছে, বড়দিনে কর্মীদের বকেয়া (arrears,DA)টাকা দেওয়ার ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
7th Pay Commission: আজ হতে পারে সিদ্ধান্ত !
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আজ ২৪ ডিসেম্বর এই নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হতে পারে। যেখানে এই অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরকারের কাছে দাবি জানিয়েছে পর্ষদ। ১৮ মাসের বকেয়া ডিএগুলির এককালীন নিষ্পত্তি করার কথা বলেছে কর্মী পর্ষদ।
7th Pay Commission: অ্যাকাউন্টে আসতে পারে মোটা অঙ্কের টাকা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সিদ্ধান্তে সবুজ সংকেত দিলে তবেই বছরের শেষে কর্মীদের অ্যাকাউন্টে আসবে বিশাল অঙ্কের টাকা।কেন্দ্রীয় সরকারের প্রায় ৪৮ লক্ষ কর্মচারী ও ৬৫ লক্ষেরও বেশি পেনশনভোগীরা এই সুবিধা পাবেন।
7th Pay Commission: এককালীন টাকা অ্যাকাউন্টে !
শোনা যাচ্ছে, সপ্তম বেতন কমিশনের অধীনে (7th Pay Commission)৩১ শতাংশ মহার্ঘ ভাতা ছাড়াও কর্মীদের আরও অনেক সুবিধা দেওয়া হবে। এই বিষয়ে মুখ খুলেছেন জেসিএম সেক্রেটারি (স্টাফ সাইড) শিব গোপাল মিশ্র। তিনি জানান, ১৮ মাস থেকে বকেয়া ডিএ এককালীন নিষ্পত্তির দাবি রয়েছে। ডিসেম্বরে এ বিষয়ে ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে আলোচনা হতে পারে।
7th Pay Commission: কত টাকা আসতে পারে জেনে নিন
জেসিএম-এর ন্যাশনাল কাউন্সিলের শিব গোপাল মিশ্রের মতে, যদি আমরা লেভেল ১ কর্মীদের কথা ধরি, তাহলে ডিএ-তে বকেয়া ১১,৮৮০ টাকা থেকে ৩৭,৫৫৪ টাকার মতো হিসেব হয়। একইভাবে যদি আমরা লেভেল ১৩-র কর্মচারীদের কথা ধরি, তাহলে তাদের মূল বেতন ১,২৩,১০০টাকা থেকে ২,১৫,৯০০ টাকার মধ্যে হবে।