কেদারনাথ: রুদ্রপ্রয়াগে হেলিকপ্টার ভেঙে ভয়াবহ দুর্ঘটনা (helicopter crash in Phata of Kedarnath)। মঙ্গলবার কেদারনাথ ধামের ২ কিলোমিটার আগে ভেঙে পড়ে যাত্রী বোঝাই হেলিকপ্টারটি। জানা গিয়েছে, এদিন ফাটা থেকে কেদারনাথ তীর্থযাত্রীদের নিয়ে রওনা দিয়েছিল একটি হেলিকপ্টারটি। খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনা বলে অনুমান। এখনও পর্যন্ত ঘটনায় পাইলটসহ ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকার্য। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং SDRF দল। সূত্রের খবর মৃতের সংখ্যা বাড়তে পারে। 


এদিন সকাল ১১ টা ৪০ মিনিট নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে প্রশাসন সূত্রে খবর। স্থানীয়রা জানান, প্রথমে তাঁরা প্রবল জোরে একটি আওয়াজ শুনতে পান, পরে সেখানে এসে দেখান একটি হেলিকপ্টার ভেঙে পড়ে দাউদাউ করে আগুন জ্বলছে। ৬ যাত্রী ও কপ্টারের চালকের মৃতদেহ উদ্ধার হয়েছে। উত্তরাখণ্ডের সিভিল অ্যাভিয়েশন বিভাগের সিইও সি রবি শঙ্কর জানিয়েছেন, অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দৃশ্যমানতার অভাবকেই দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে অনুমান করা হলেও পূর্ণাঙ্গ তদন্তের পরই জানা যাবে ঠিক কী কারণে এমনটা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই পুরোদমে চালানো হচ্ছে উদ্ধারকার্য। ঘটনার খবর সামনে আসতে শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি (Uttarakhand CM Pushkar Singh Dhami)।


 










উল্লেখ্য, কিছুদিন আগে কর্ণাটকের হাসানে যাত্রী বোঝাই টেম্পোর সঙ্গে দুধের গাড়ির সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়। ঘটনায় বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল বলে জানা গিয়েছিল।


আরও পড়ুন- পরীক্ষা দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, উলুবেড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু মা-মেয়ের