Aadhaar Update: আধার কার্ডে জালিয়াতি ঠেকাতে নিত্য নতুন পদ্ধতির দ্বারস্থ হচ্ছে কর্তৃপক্ষ। এবার থেকে সহজেই যাচাই করা যাবে আধার কার্ড (Aadhaar Card)। কেবল এই অ্যাপের মাধ্যমেই করতে পারবেন এই কাজ। সেই ক্ষেত্রে অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হবে জেনে নিন।
Aadhaar FaceRD App: ইউআইডিএআই নিচ্ছে এই উদ্যোগ
স্কুল কলেজে ভর্তি, আইটিআর ফাইল, গয়না কেনা থেকে শুরু করে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া, সব কিছুর জন্যই বর্তমানে আধার কার্ড প্রয়োজন। এই অবস্থায় এই গুরুত্বপূর্ণ নথিটির নকল কার্ডে বাজারে দ্রুত ছড়িয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে, আধার কার্ড প্রদানকারী সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ( UIDAI) ডুপ্লিকেট আধার কার্ড নিষিদ্ধ করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। এখন আধার ফেসআরডির মাধ্যমে সহজেই আধারের মুখের ছবি যাচাই করে নিতে পারবেন ব্যবহারকারী।
Aadhaar Face Authentication App: ফেসআরডি অ্যাপেই ধরা পড়বে সব
আধার ব্যবহারকারীদের পরিচয় যাচাই করতে UIDAI FaceRD অ্যাপ চালু করেছে। এই অ্যাপটি আপনার মুখ ক্যাপচার করতে ও আপনার পরিচয় যাচাই করতে মুখের বা যাচাইকরণ প্রযুক্তি ব্যবহার করে।
Aadhaar FaceRD App: আধার ফেসআরডি অ্যাপ থেকে পাবেন এই সুবিধা
এই অ্যাপের মাধ্যমে আপনি আধার ওটিপি ছাড়াই এটি ব্যবহার করতে পারবেন। আপনি কেবল এই অ্যাপের মাধ্যমে কোভিড টিকাকরণ, রেশন কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ যোজনা ইত্যাদির মতো অনেক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারেন। এই অ্যাপের মাধ্যমে, আপনি আধার ব্যবহারকারীদের সব তথ্য যেমন আধার নম্বর, বায়োমেট্রিক বিবরণ ইত্যাদি সংরক্ষণ করতে পারেন ও এই অ্যাপে রাখতে পারেন।
Aadhaar Update: যেকোনও সময় করতে পারবেন যাচাই
এই অ্যাপটি চালু হওয়ার পরে আধার কার্ড হোল্ডারদের আর আধার কেন্দ্রে গিয়ে সব কাজ করতে হবে না। সেই ক্ষেত্রে বায়োমেট্রিক বিবরণ যেমন আইরিস ও আঙুলের ছাপের মতো স্ক্যান করতে আধার কেন্দ্রে যেতে হবে না। আপনি আপনার বাড়ি থেকেই ২৪ ঘণ্টার যেকোনও সময়ে প্রয়োজন অনুসারে আধার যাচাইয়ের কাজ করতে পারেন।
Aadhaar FaceRD App: অ্যাপটি কীভাবে ব্যবহার করবেন ?
এই অ্যাপটি ব্যবহার করতে প্রথমে আপনার মোবাইলে Aadhar Face RD অ্যাপটি ডাউনলোড করুন। এর পরে এটি ফোনে ইনস্টল করুন ও আপনার মুখের যাচাইকরণ করুন। এরপরে কোনও লগইন বা ওটিপি ছাড়াই আপনার আধারের বিবরণ আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে।