নয়াদিল্লি: ক্ষমতার বণ্টন ঘিরে সংঘাতের পর আবগারি-নীতি নিয়েও টানাপোড়েন। সেই আবহেই কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে ঘোড়া বেচাকেনার অভিযোগ আনল আম আদমি পার্টি ( Aam Aadmi Party)। তাদের অভিযোগ, টাকার লোভ দেখিয়ে এবং হুমকি দিয়ে আপ নেতাদের দলে টানার চেষ্টা করছে বিজেপি। তাতে সফল না হয়ে কেন্দ্রীয় সংস্থাগুলিকে লেলিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি-তে যোগদানের জন্য বিজেপি-র তরফে কোটি কোটি টাকার প্রস্তাবও আসছে বলে দাবি আপের (Horse Trading)।


বিজেপি-র বিরুদ্ধে ঘোড়া বেচাকেনার অভিযোগ  আপের


আবগারি নীতি-দুর্নীতি নিয়ে সম্প্রতি দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার  (Manish Sisodia) বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই (CBI) তার পর থেকেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার এবং দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকারের মধ্যে সংঘাত চরমে উঠেছে। এর আগে মণীশও বিজেপি-র বিরুদ্ধে সিবিআই-কে অপব্যবহারের অভিযোগ তোলেন। সেই আবহে বুধবার সাংবাদিক বৈঠক করেন আপের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিংহ। সেখানে কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।


এ দিন সাংবাদিক বৈঠকে সঞ্জয় বলেন, “দিল্লিতে বিধায়ক ভাঙানোর প্রচেষ্টা শুরু হয়েছে। ২০ কোটি টাকার প্রস্তাব গ্রহণ করতে রীতিমতো শাসানো হচ্ছে আপ বিধায়কদের। নইলে সিসোদিয়ার মতো মামলা দেওয়া হবে বলে দেওয়া হচ্ছে হুমকি।” এখনও পর্যন্ত দলের বিধায়ক অজয় দত্ত, সোমনাথ ভারতী, সঞ্জীব ঝা এবং কুলদীপ কুমার বিজেপি-র কাছ থেকে টাকার প্রস্তাব পেয়েছেন বলে জানান সঞ্জয়। তিনি বলেন, “প্রত্যেককে ২০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। সঙ্গে অন্য কোনও বিধায়ককে আনতে পারলে মিলবে ২৫ কোটি টাকা।”


আরও পড়ুন: Bihar Politics: বিধানসভায় শক্তিপরীক্ষা নীতীশ-তেজস্বীর, তার আগে আরজেডি নেতাদের দুয়ারে সিবিআই


ওই চার বিধায়কও এ দিনের সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন। সোমনাথ বলেন, “ওরা জানে সিসোদিয়ার বিরুদ্ধে ভুয়ো মামলা আনা হয়েছে। কিন্তু আপ-কে ক্ষমতাচ্যূত করাই ওদের লক্ষ্য। দলের নেতাদের আপের বিধায়ক ভাঙানোর কাজ দিয়েছেন বিজেপি নেতৃত্ব। যেনতেন প্রকারে দিল্লিতে আপ সরকারের পতন ঘটিয়ে ছাড়বেন বলে বিজেপি-র এক নেতা হুঁশিয়ারিও দেন আমাকে।”


এ দিন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন সঞ্জয়। তিনি বলেন, “বহু রাজ্যে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে সরকার ফেলেছেন আপনি। কিন্তু এটা দিল্লি। তিন-তিন বার দিল্লির মানুষ কেজরিওয়ালকে ভোট দিয়েছেন।” এ দিন বিকেলেই আপের রাজনৈতিক কমিটির বৈঠক রয়েছে। সিবিআই এবং ইডি হানা নিয়ে বিশদে আলোচনা হবে সেখানে।