নয়াদিল্লি: সারা বছর হাড়ভাঙা পরিশ্রমই সার। মেলেনি দিল্লির পৌরসভা নির্বাচনের (Delhi Municial Corporation Elecxtions) টিকিট। তাতে আজব কাণ্ড ঘটালেন আম আদমি পার্টির (Aam Aadmi Party) নেতা তথা প্রাক্তন কাউন্সিলর হাসিব-উল হাসান। ব্যস্ত সময়ে টেলিফোনের টাওয়ারের (Telephone Tower) উপর চড়ে বসলেন তিনি। শুধু তাই নয়, দলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগও তুললেন (MCD Polls)।  


হাসিবুল পূর্ব দিল্লির প্রাক্তন কাউন্সিলর। রবিবার শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে টেলিফোন টাওয়ার পেয়ে উপরে উঠে যান তিনি। ফেসবুক লাইভেও গোটা দৃশ্য সম্প্রচার করেন তিনি। সেখানে ভোটের টিকিট বিতরণে দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন। কাঠগড়ায় তোলেন অতিশী মারলেনা, দুর্গেশ পাঠকদের। এ নিয়ে আপ নেতৃত্ব যদিও কোনও প্রতিক্রিয়া দেননি এখনও পর্যন্ত। 



এ দিন মোবাইল ফোন নিয়েই টাওয়ারে ওঠেন হাসিবুল। উপর থেকে মাটির দিকেও ক্যামেরা তাক করে দেখান তিনি। আপ নেতৃত্বই তাঁকে এমন পদক্ষেপ করতে বাধ্য করেছেন বলে দাবি করেন। তিনি পড়ে গেলে দলের নেতারা দায়ী থাকবেন বলেও জানান। তিনি বলেন, "আমার যদি কিছু হয়, যদি মারা যাই, আপের দুর্গেশ পাঠক এবং অতিশী দায়ী থাকবেন। আমার আসল কাগজপত্র সব আটকে রেখেছেন। আটকে রাখা হয়েছে ব্যাঙ্কের পাসবুকও। কাল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।  অথচ কাগজ ফেরত দিচ্ছেন না।"


হাসিবুলকে টাওয়ারের উপর দেখে ভিড় জমে যায় এলাকায়। নেমে আসতে আকুতি আর্তি জানাতে দেখা যায় সাধারণ মানুষকে।  এর পর একে একে এসে পৌঁছয় দমকল বাহিনী এবং পুলিশ। সংবাদমাধ্যমে হাসিবুল বলেন, "আজ মিডিয়া না এলে দুর্গেশ পাঠক, অতিশী এবং সঞ্জয় সিংহ আমার কাগজ ফেরত দিতেনই না। ওঁরা তিন জই দুর্নীতিগ্রস্ত। আমার কাছে ৩ কোটি টাকা ছিল না। তাই টিকিট পাইনি। তার বদলে এক গুন্ডাকে টিকিট দেওয়া হয়েছে।"



উল্লেখ্য, পৌরসভা নির্বাচনের দ্বিতীয় প্রার্থিতালিকাও প্রকাশ করে দিয়েছে আম আদমি পার্টি। আগামী ৪ ডিসেম্বর দিল্লিতে পৌরসভা নির্বাচন। ভোটগণনা ৭ ডিসেম্বর। দ্বিতীয় প্রার্থিতালিয়া ১১৭ জনের নাম রয়েছে। এখনও পর্যন্ত ২৫০টি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করেছে আম আদমি পার্টি।