নয়াদিল্লি: ইউক্রেনের সঙ্গে  যুদ্ধজনিত চলতি সংকটের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে সরকারি কথা বলতে পুতিনের কাছে আর্জি জানিয়েছেন। সংবাদসংস্থা এ খবর জানিয়েছে। ইউক্রেন সংকটের মধ্যে পুতিনের সঙ্গে এই নিয়ে তৃতীয়বার কথা বললেন মোদি।  রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দীর্ঘ ৫০ মিনিট কথা বললেন প্রধানমন্ত্রী। 


সংবাদসংস্থা জানিয়েছে, টেলিফোনে পুতিনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রায় ৫০ মিনিট ধরে দুই দেশের নেতারা কথা বলেন। ইউক্রেনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তাঁরা আলোচনা করেছেন। ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে কথাবার্তা সম্পর্কে পুতিন ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। সরকারি সূত্র উল্লেখ করে এ কথা জানিয়েছে সংবাদসংস্থা। 


ইউক্রেনে আটকে পড়া বহু ভারতীয়কে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা সম্ভব হলেও এখনও অনেকে আটকে রয়েছেন।  ইউক্রেনের সুমিতে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার ব্যাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুতিন। 


রাশিয়ার যুদ্ধবিরতির ঘোষণার প্রশংসাও করেছেন ভারতের প্রধানমন্ত্রী। 


উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেনের প্রবল যুদ্ধের মধ্যে ইউক্রেনের সুমি-তে এখনও আটকে রয়েছে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়া। 


এর আগে প্রধানমন্ত্রী যুদ্ধজনিত চলতি সংকট নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছিলেন। সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এ দিন সকালে প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গেও দীর্ঘ সময় ধরে কথা বলেছিলেন। দুই দেশের নেতার মধ্যে টেলিফোনে প্রায় ৩৫ মিনিট কথা হয়েছে। 


গত ২ মার্চ মোদি পুতিনের সঙ্গে কথা বলেছিলেন এবং যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের নিরাপদে উদ্ধার করার বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয় , রাশিয়া ও ইউক্রেনের চলতি সংঘাত নিয়ে জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। দুই নেতার মধ্যে ৩৫ মিনিট ধরে কথাবার্তা হয়েছে।