নয়া দিল্লি: আফগানিস্তানে এখনও আটকে বহু ভারতীয়। সোমবার কাবুল বিমানবন্দর ও আফগানিস্তানের আকাশ পথ বন্ধ হয়ে যাওয়ায় ভারতীয়দের উদ্ধারকাজ ব্যাহত হয়েছিল। মঙ্গলবারই কাবুল থেকে ১৫০ জনকে নিয়ে ফিরেছে বায়ুসেনার বিমান। যদিও প্রবাসী কেরাল দফতর (Non-Resident Keralites Affairs-এর তরফে আটক মালয়ালিদের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য বিদেশ মন্ত্রককে চিঠি দেওয়া হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, সে দেশে ৪১ জন মালয়লি আটক রয়েছে। তালিবান আটকে পড়া ভারতীয়দের পরিচয় যাচাই করছে এবং তাদের পাসপোর্টও ছিনিয়ে নিচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমানে করে ১২০ জন ভারতীয় কর্মী-আধিকারিককে ফেরানো হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ভারতের রাষ্ট্রদূত এবং ভারতীয় কর্মীদের দ্রুত ফিরিয়ে আনা হচ্ছে। যুদ্ধ-বিধ্বস্ত সেদেশের পরিস্থিতি দেখে এই সিদ্ধান্ত।


কেন্দ্রীয় সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী দু’একদিনের মধ্যেই আফগানিস্তান থেকে নিরাপদে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা হবে।  এরইমধ্যে বিদেশ মন্ত্রক আফগানিস্তান থেকে ভারতে আসার জন্য বিশেষ -ভিসা চালু করেছে। ইতিমধ্যে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।  



এদিকে, সীমান্ত-সন্ত্রাস মোকাবিলায় তৈরি কেন্দ্র। আফগানিস্তানে তালিবান-তাণ্ডবের মধ্যেই জানিয়ে দিলেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। সূত্রের খবর, ভারত আফগানিস্তানের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির উপর নজর রাখছে এবং কাবুল থেকে কূটনৈতিক কর্মীদের সরিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 


এরই মধ্যে এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, কাবুলে ভারতীয় ব্যাঙ্ক শাখার কিছু কর্মীও রয়েছেন। সেই সঙ্গে আফগান-শিখ ও আফগান-হিন্দু সহ আরও কমবেশি ২০০ জন রয়েছেন কাবুলে। তাঁদের অনেকেই কাবুলের গুরুদ্বারায় রয়েছেন বলে জানাচ্ছে বিদেশ মন্ত্রক।কাবুলে আটকে পড়া ভারতীয়দের সঙ্গে বিদেশ মন্ত্রক প্রতিনিয়ত যোগাযোগে রয়েছে। তাঁদের যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা হচ্ছে, এমনটাই জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র।