নয়া দিল্লি : রাজধানী কাবুল সহ গোটা আফগানিস্তানের পুরো নিয়ন্ত্রণ নিয়েছে তালিবানরা। চারিদিকে ভয়-আতঙ্কের পরিবেশ। সাধারণ আফগানরা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন। অনেকে তাঁদের উদ্ধারের জন্য গোটা বিশ্বের কাছে আবেদন জানাচ্ছেন। তাঁদের আর্তনাদে সাড়া দিয়ে একাধিক রাষ্ট্রনেতা তালিবানদের কড়া সমালোচনা করেছেন। ভয়ঙ্কর এই পরিবেশের মধ্যেই তালিবানের বিরুদ্ধে কড়া অবস্থান নিল আমেরিকার সোশাল মিডিয়া জায়েন্ট ফেসবুক। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তালিবানদের নিষিদ্ধ ঘোষণা করা হবে। এর পাশাপাশি যেসব কন্টেন্টের মাধ্যমে তাদের সমর্থনের কথা বলা হয়েছে সেগুলিকে "বিপজ্জনক সংগঠন নীতি"-তে নিষিদ্ধ করা হবে।


সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন আইনের অধীনে তালিবান সন্ত্রাসী সংগঠন। আমরা আমাদের বিপজ্জনক সংগঠন নীতিমালার অধীনে তাদের পরিষেবা থেকে নিষিদ্ধ করেছি। এর অর্থ হল, তালিবানদের পক্ষ থেকে বা তাদের দ্বারা পরিচালিত অ্যাকাউন্টগুলি সরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া তাদের প্রশংসাসূচক, সমর্থন এবং প্রতিনিধিত্ব করা কন্টেন্ট নিষিদ্ধ করা হচ্ছে।


তাঁর সংযোজন, আমাদের কাছে আফগানিস্তানের বিশেষজ্ঞদের একটি দল আছে। যারা স্থানীয় দরি এবং পশতু ভাষাভাষীর এবং স্থানীয় প্রেক্ষাপট সম্পর্কে জ্ঞান আছে। এই প্ল্যাটফর্মে কোনও সমস্যা দেখা দিলে তা চিহ্নিত করতে এবং সতর্ক করতে আমাদের সহায়তা করে।


প্রসঙ্গত, তালিবানরা রাজধানী কাবুলে প্রবেশের পর রবিবার আফগানিস্তান সরকার ভেঙে পড়ে। দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ ঘনি। তালিবানরা কাবুলে ঢুকে রাষ্ট্রপতি ভবনের নিয়ন্ত্রণ নেয়। এদিকে তালিবানের ক্ষমতা দখলের সাথে সাথে সেদেশের সাধারণ নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকের মধ্যে দেশ ছাড়ার হিড়িক পড়ে যায়। তালিবান আতঙ্কে নিজের মাটি ছেড়ে দূরে পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টার ছবি দেখা গেছে গতকালই। গতকাল উড়ন্ত বিমান থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের। কাবুল বিমানবন্দরের দিকে দৌড়াতে দেখা গেছে মহিলা, পুরুষ ও শিশুদের।