নয়া দিল্লি:  মুম্বইয়ের (Mumbai) পর এবার গুজরাতে (Gujrat) পাওয়া গেল ওমিক্রনের (Omicron) নয়া প্রজাতি XE। এখনও পর্যন্ত করোনভাইরাসটির (Coronavirus) সবচেয়ে সংক্রমণযোগ্য স্ট্রেন হতে পারে এটি, এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 


মোদি-শাহের রাজ্যের স্বাস্থ্য দফতরের অতিরিক্ত স্বাস্থ্য সচিব জানান যে একমাস আগে এক রোগীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। সেই রিপোর্টের নমুনা পরীক্ষা করতেই ধরা পড়ে ওমিক্রনের এই উপপ্রজাতির উপস্থিতি। সে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে এও বলা হয়েছে, ষাটোর্ধ্ব এক ব্যক্তির দেহে এই প্রজাতিকে শনাক্ত করা গিয়েছে। সম্প্রতি মুম্বই থেকে বদোদরায় ভ্রমণ করেছিলেন ওই ব্যক্তি। 


মিউটেশনের কারণে গত দুই বছরে করোনার বিভিন্ন ভ্যারিয়েন্টের কথা সামনে এসেছে। অতি বিরল পরিস্থিতিতে রিকম্বিন্যান্ট ভ্যারিয়েন্টের বিষয়টি সামনে এসেছে। যেমন ওমিক্রনের BA1 এবং BA2 সাবটাইপ মিলে একটি রিকম্বিন্যান্ট ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে।                           


আরও পড়ুন, কলকাতা বিমানবন্দরে কুকুর আতঙ্ক! আক্রান্ত একাধিক, খবর সূত্রের


রিপোর্ট অনুযায়ী,  ওমিক্রনের দু'টি সাব-ভ্যারিয়েন্ট মিশে তৈরি হয়েছে এই নতুন প্রজাতি। BA.1 আর BA.2 উপপ্রজাতির মিশ্রণ ঘটেছে। ইজরায়েলের স্বাস্থ্য মন্ত্রকের ডিরেকটর জেনারেল নচম্যান অ্যাশে জানান, এই নতুন প্রজাতির উৎপত্তি ইজরায়েলে হতে পারে। ওমিক্রনের চেয়েও ১০ শতাংশ দ্রুত ছড়ায় এই প্রজাতির করোনা। যুক্তরাজ্যে এখনো পর্যন্ত ৬৩৭ জনের দেহে নতুন প্রজাতির ভাইরাসটি পাওয়া গেছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।                                                                      


করোনা ভাইরাসের এই এক্স ই রূপটি ওমিক্রনের বিএ দশমিক দুই উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক। ডাব্লিউএইচও-র ধারণা, ওমিক্রন রূপের বিএ দশমিক এক এবং বিএ দশমিক দুই উপপ্রজাতির সংমিশ্রণের ফলেই এক্স ই রূপটির উৎপত্তি হয়েছে। তবে এই প্রজাতির মারণ ক্ষমতা কম বলেই মনে করা হচ্ছে।