নয়াদিল্লি : আবেগ-উদ্দীপনা-উৎসাহে ভেসে গোটা দেশ ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে। ইংরেজদের অত্যাচারের হাত থেকে দেশকে মুক্ত করার এই গর্বের দিনের রেশ কাটার আগেই অভাবনীয় এক উদ্যোগ নিল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা AIIMS। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, AIIMS-ই দেশের প্রথম হাসপাতাল হতে চলেছে, যেখানে হাসপাতাল চত্বরেই থাকছে দমকল। কিছুদিন আগেই এইমস চত্বরে আগুন লেগেছিল। যদিও সৌভাগ্যবশত সেখানে কোনও রোগী না থাকায় ও জায়গাটি পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহার হওয়ায় তার জেরে ক্ষয়ক্ষতি কিছু হয়নি।
হাসপাতালে বিভিন্ন কারণে আগুন লেগে যাওয়া আর সেই কারণে মর্মান্তিক সমস্ত দুর্ঘটনার খবর দেশের নানাপ্রান্ত থেকে পাওয়া যায়। ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনকালেই দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন যে, দিল্লি ফায়ার সার্ভিসের সঙ্গে যুক্ত হয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স বা AIIMS হাসপাতাল চত্বরেই পাওয়া যাবে দমকল পরিষেবা। যাতে কোনও দুর্ঘটনা ঘটলে যেন সঙ্গে সঙ্গে পরিষেবা পাওয়া যায় এবং রোগী থেকে হাসপাতালের সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকের প্রাণ বাঁচানো যায়। এমনিতেই বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে অগ্রহণী ভূমিকা নিতে দেখা যায় এইএসকে, এবার হাসপাতাল ও রোগী সুরক্ষার পথেও নতুন পদক্ষেপ গ্রহণ করল তারা।
করোনাকালের মাঝে দেশের বিভিন্ন প্রান্তের একাধিক হাসপাতালে অগ্নিকাণ্ড ও তাঁর জেরে অনেক রোগীর প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে অতুল গর্গ বলেন, 'হাসপাতাল চত্বরেই দমকল পরিষেবা পেলে যেকোনও দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এক্ষেত্রে AIIMS-ই হতে চলেছে দেশের প্রথম হাসপাতাল। দমকল পরিষেবা গনের যাবতীয় পরিকাঠামোর ব্যবস্থা AIIMS-র পক্ষ থেকে করা হবে। এবং ব্যবস্থাকে সচল রাখা এবং দেখাশোনার কাজ করবে দিল্লি ফায়ার সার্ভিস।' হাসপাতাল চত্বরেই দমকলের পরিষেবা থাকায় আগুন আর তা থেকে মর্মান্তিক দুর্ঘটনা এবার এড়ানো যাবে বলে আশা করছে দেশের মানুষ। আর এইমস কর্তৃপক্ষের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন সকলেই।