নয়া দিল্লি : এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হলেন নটরাজন চন্দ্রশেখরণ। সোমবার এবিপি নিউজকে একথা জানান টাটা সন্সের এক মুখপাত্র। নটরাজন চন্দ্রশেখরণ টাটা সন্সের চেয়ারম্যান।


এর আগে তুরস্কের ইল্কার আইসি-কে এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ ঘোষণা করেছিল টাটা গ্রুপ। কিন্তু, ভারতে এই নিয়োগ নিয়ে প্রচুর বিরোধিতা হয়। এর জেরে টাটার এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ হতে অস্বীকার করেন ইল্কার আইসি। 


টাটা সন্সের চেয়ারম্যান ও টাটা পরিচালিত শতাধিক সংস্থার প্রোমোটার এন চন্দ্রশেখরণ। ২০১৬ সালের অক্টোবর মাসে টাটা সন্সের বোর্ডে যোগ দেন তিনি। এর পর ২০১৭ সালের জানুয়ারি মাসে তাঁকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়। 


এর পাশাপাশি টাটা স্টিল, টাটা মোটরস, টাটা পাওয়ার ও টাটা কনসালটেন্সি সার্ভিসেস এবং একাধিক গ্রুপ অপারেটিং সংস্থার বোর্ডের চেয়ারম্যান এন চন্দ্রশেখরণ। বিশ্ববিদ্যালয় থেকে টিসিএসে যোগগানের পর কেটে যায় ৩০ বছর। তারপর চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। টিসিএসে একাধিক পদ অতিক্রম করে সিইও হন। পরে ম্যানেজিং ডিরেক্টর নির্বাচিত হন। প্রসঙ্গত, টাটা গ্রুপের প্রধান পদে পৌঁছান তিনিই প্রথম অ-পার্সিও। 


গত বছর অক্টোবর মাসে নিলামে এয়ার ইন্ডিয়ার মালিকানা পায় টাটা সন্স। প্রায় ৬৯ বছর পর ফের টাটা গোষ্ঠীর হাতে আসে এয়ার ইন্ডিয়া। ১৮ হাজার কোটি টাকা দাম দিয়ে এয়ার ইন্ডিয়ার মালিকানা কেনে টাটা সন্স।


কোভিড পরিস্থিতি শুরু হওয়ায় যাত্রীসংখ্যা কমে যায় বিমানের। নতুন করে নানা দেশ থেকে ভারতের বিমানে নিষেধাজ্ঞা জারি করা হয়। যার জেরে মেইটেইন্যান্স কস্ট সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল এয়ার ইন্ডিয়াকে। যার ফলে নিলামে আরও কম বিডিং রাখা হয়।
 
বহুদিন ধরেই লোকসানে চলা এয়ার ইন্ডিয়া বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। তবে যার-তার হাতে এই এয়ার ইন্ডিয়া বিক্রিতে সহমত ছিল না সরকার। তাই বিক্রির ক্ষেত্রেও তৈরি করা হয়েছিল বেশ কিছু মানদণ্ড। সে ক্ষেত্রে বিমান পরিষেবার সঙ্গে কোম্পানির সরাসরি যোগাযোগকে অগ্রাধিকার দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া কিনতে ইচ্ছুক কোম্পানিগুলিকে নিলামে অংশ নিতে কত বছর ও কোন কোন দেশে বিমান ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিল, তারও উল্লেখ করার কথা বলা হয়েছিল ।


এ ছাড়াও কোম্পানির ব্র্যান্ড, গুডউইল ও মার্কেট ভ্যালু জানানোর কথাও বলা হয়েছিল কোম্পানিকে। এখানেই শেষ নয়, কর্মীদের রিটায়ারমেন্ট বেনিফিট ও পেনশনের বিষয়ে বিগত দিনে কোম্পানি কী ব্যবস্থা করেছে, তা জানতে চাওয়া হয় বিডিং প্রসেসে। শেষমেশ সব যোগ্যতায় উতরে দায়িত্ব নেয় টাটা। গত জানুয়ারিতে সরকারিভাবে টাটা গ্রুপের (TATA Group) হাতে তুলে দেওয়া হয় এয়ার ইন্ডিয়া (Air India)। এই হাত-বদল প্রক্রিয়ায় যোগদান করতে দিল্লিতে ছিলেন এন চন্দ্রশেখরণ।