বিজয়ওয়াড়া: বিজয়ওয়াড়া বিমানবন্দরে নামার সময় বিপত্তি ! শনিবার বিকেলে ৬৪ জন যাত্রীকে নিয়ে অবতরণের সময়ে একটি বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা মারে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান ৷ অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি ৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বিমানে প্রত্যেক যাত্রী সুরক্ষিত রয়েছেন ৷



অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান (Vijayawada Airport) অবতরণের সময় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। স্বভাবতই বিমানে বড়সড় ঝটকা লাগে ৷ একদিকে হেলে যায় বিমানটি ৷ বিমানের ভিতরে ৬৪ জন যাত্রী-সহ বিমান কর্মীরা ছিলেন। তবে কোনও বড়সড় দুর্ঘটনা ঘটেনি। বিজয়ওয়াড়া বিমানবন্দরের ডিরেক্টর জি মধুসূদন রাও জানান, বিমানে আসা সকল যাত্রী সুরক্ষিত আছেন। কেউ কোনওভাবে ক্ষতিগ্রস্ত হননি।


বিমানটি দোহা থেকে আসছিল। বিকেল ৪টে ৫০ মিনিটে সেটি বিজয়ওয়াড়ার গান্নাভারাম আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ৬৪ জন যাত্রী বিমানে থাকলেও বিজয়ওয়াড়ায় ১৯ জনের নামার কথা ছিল। বিমানটিকে গান্নাভরমের ৫ নম্বর রানওয়েতে নামতে বলা হয়। ল্যান্ড করার পরেই এটি রানওয়ের পাশে একটি বৈদ্যুতিন খুঁটির সঙ্গে ধাক্কা খায়। সংবাদ সংস্থা সূত্রে, বিমান চালক ৫ নম্বর রানওয়ের মাঝখানের হলুদ মার্জিন অনুসরণ করার বদলে লিডিং মার্জিন (হলুদ) অনুসরণ করেন। যার ফলে ঘটে দুর্ঘটনা।