জামনগর: আফ্রিকার সিংহ থেকে চিতা, জাগুয়ার, বাংলার বাঘ। জিরাফ-হাতির সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির পাখি। থাকবে সবই। গুজরাতের জামনগরে বিশ্বের সবথেকে বড় চিড়িয়াখানা তৈরি করবে আম্বানি গোষ্ঠী। ২৮০ একর জমি জুড়ে ১০০টি ভিন্ন ধরণের পশু-পাখিরা থাকবে যেখানে।


 


দেশের প্রায় সব ক্ষেত্রেই তাদের উজ্জ্বল উপস্থিতির জানান দেওয়ার পর এবার অনন্য এক উদ্যোগ নিয়েছে রিলায়েন্স গোষ্ঠী। গুজরাতের জামনগরে তারা তৈরি করছে বিশ্বের সবথেকে বড় চিড়িয়াখানা।


 


সংবাদসংস্থা সূত্রের খবর, রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানির মস্তিষ্কপ্রসূত এই স্বপ্নের চিড়িয়াখানার প্রকল্পটি। জামনগরের মোটি খাভদি এলাকায় রিলায়েন্সের তেল শোধনাগার কেন্দ্রের পাশের জমিতে গড়ে তোলা হবে যে চিড়িয়াখানা।


 


শুধু বিশ্বের সর্ববৃহৎ চিড়িয়াখানাই নয়, স্থানীয় প্রশাসনকে সাহায্যের জন্য যেখানে থাকবে রেসকিউ সেন্টারও। সূত্রের খবর অনুযায়ী, চিড়িয়াখানার নাম হবে ‘গ্রিন জুওলজিকাল রেসকিউ অ্যান্ড রিহ্যাবিলিটেশন কিংডম।’


 


গোটা বিশ্বের একাধিক পাখির প্রজাতি থাকবে যেখানে। জানা যাচ্ছে, ফ্রগ হাউস, ড্রাগনস ল্যান্ড, ল্যান্ড রোডেন্ট, ফরেস্ট অফ ইন্ডিয়া, অ্যাকিয়াটিক কিংডমের মতো পাখিরা থাকবে যেখানে।


 


আফ্রিকান সিংহ, চিতা, জাগুয়ার, এশিয়াটিক লান, হিপ্পো, লেমুর, বাংলার বাঘ, জেব্রা, জিরাফ, কোমাডো ড্রাগনের মতো পশু থাকবে যে চিড়িয়াখানায়।