গুয়াহাটি : প্রায় দুই বছর পর গুয়াহাটির (Guwahati) কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা (Ambubachi Mela)। আজ থেকেই মেলার শুরু। বার্ষিক অম্বুবাচী মেলা বা অম্বুবাচী উৎসব এই বিশ্বাসের সাথে পালিত হয় যে, মা কামাখ্যা বর্ষার এই সময়ে তাঁর বার্ষিক ঋতুচক্রের মধ্য দিয়ে যান।


করোনা অতিমারীর কারণে গত দুই বছর ধরে এই অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়নি। এই পরিস্থিতিতে এবার ১০ লক্ষর বেশি পুণ্যার্থীর জমায়েতের আশা করছে কামরূপ মেট্রোপলিটন জেলা প্রশাসন। সেকথা মাথায় রেখেই ভক্তদের জন্য তিনটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে।


যদিও গত সপ্তাহেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পুণ্যার্থীদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, এবার যেন তাঁরা অম্বুবাচী মেলায় না যোগ দেন। কারণ, অসমের বন্যা এবং ধস। বন্যার কারণে অসমের বিস্তীর্ণ অংশ জলমগ্ন।


এপ্রসঙ্গ মুখ্যমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, ধসের সম্ভাবনা রয়েছে। মেলার দিনগুলিতে যদি বৃষ্টি হয়, তাহলে তা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।


অসমের মুখ্যমন্ত্রীর ট্যুইট-


যদিও আজ ট্যুইটারে মুখ্যমন্ত্রীর তরফে লেখা হয়, আজ থেকে অম্বুবাচী মেলা শুরু হচ্ছে। মা কামাখ্যার কাছে প্রার্থনা জানাই, সকলেই সুস্থ, সুখে ও সমৃদ্ধিতে থাকুক। সমস্ত অশুভ জিনিসের দূরীকরণে আমাদের সাহায্য করুন।



অপর একটি ট্যুইটারে তিনি লেখেন, দেশের অন্যতম শক্তিপীঠ। মা কামাখ্যার মন্দির পরিদর্শনে ফি বছর দেশ-বিদেশ থেকে আসেন বহু পুণ্যার্থী। আমাদের সুন্দর অসমে সকল পুণ্যার্থীকে স্বাগত জানাই।