নয়াদিল্লি : বিধায়ক পদ খারিজের নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে শিণ্ডে শিবির। সূত্রের খবর, আবেদনে উদ্ধব সরকারের পুর ও নগরোন্নয়নমন্ত্রী একনাথ শিণ্ডে দাবি করেছেন, মহারাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে মহাবিকাশ অঘাড়ি জোট। ৩৮ জন শিবসেনা বিধায়ক সমর্থন প্রত্যাহার করেছেন। 

শিণ্ডে-সহ ১৬ জন বিদ্রোহীকে তাঁদের বিধায়ক পদ খারিজের নোটিসএর আগে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার পুর ও নগরোন্নয়নমন্ত্রী একনাথ শিণ্ডে-সহ ১৬ জন বিদ্রোহীকে তাঁদের বিধায়ক পদ খারিজের নোটিস পাঠান। আজকের মধ্যে তাঁদের উত্তর দিতে বলা হয়েছে। এই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে গিয়েছে শিণ্ডে শিবির।

 সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জপাশাপাশি, উদ্ধব ঠাকরের শিবিরের তরফে বিধায়ক অজয় চৌধুরীকে পরিষদীয় দলনেতা ঘোষণা করার সিদ্ধান্তকেও সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন

বিদ্রোহীরা। বিদ্রোহীদের হয়ে সওয়াল করছেন আইনজীবী মহেশ জেঠমালানি ও হরিশ সালভে। অন্যদিকে, উদ্ধব শিবিরের হয়ে সুপ্রিম কোর্টে লড়ছন কপিল সিব্বল ও অভিষেক মনু সিঙ্ঘভি।

আমাদের একটাই বাবা : সঞ্জয় রাউতবিদ্রোহী বিধায়কদের ফের হুঁশিয়ারি সঞ্জয় রাউতের। শিবসেনা মুখপাত্র বলেন, যারা দল ছাড়ছে তারা বাবা বদল করছে। আমাদের একটাই বাবা। ৪০ বছর ধরে তার সঙ্গেই আছি। সেইসঙ্গে বিদ্রোহীদের তাঁর বার্তা, আপনাদের সঙ্গে ৫০ জন বিধায়ক থাকলে মহারাষ্ট্রে এসে শক্তি প্রমাণ করে দেখান। আসলে সবটাই বিজেপির কথায় চলছে বলে দাবি শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের। 

সঞ্জয় রাউতকে ইডি-র সমনমহারাষ্ট্রে ডামাডোলের মাঝেই সঞ্জয় রাউতকে ইডি-র সমন। আগামীকাল সকাল ১১টায় মুম্বইয়ে ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জমি-দুর্নীতি মামলায় তলব করা হয়েছে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে।