নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের বোর্ডে (Reserve Bank of India/RBI) এ বার দুই শিল্পপতি। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা (Anand Mahindra) এবং টিভিএস মোটর সংস্থার চেয়ারম্যান এমিরেটাস বেণু শ্রীনিবাসনকে সরকার, RBI বোর্ডে জায়গা পেলেন। তাঁদের মনোনীত করেছে কেন্দ্রীয় সরকার। এ ছাড়াও, জাইডাস লাইফ সায়েন্সেস-এর চেয়ারম্যান পঙ্কজ পটেল এবং আইআইএম আমদাবাদের প্রাক্তন অধ্যাপক রবীন্দ্র ঢোলাকিয়াকে সরকারের তরফে মনোনীত করা হয়। মঙ্গলবার তাঁদের নিযুক্তিতে সায় দিয়েছে RBI নিয়োগ কমিটি।


আনন্দ মহিন্দ্রা RBI বোর্ডের সদস্য হলেন


মঙ্গলবার RBI-এর তরফে লিখিত বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, 'কেন্দ্রীয় সরকারের তরফে শ্রী আনন্দ মহিন্দ্রা, শ্রী পঙ্কজ শ্রীনিবাসন, শ্রী পঙ্কজ রমনভাই পটেল এবং  ডক্টর রবীন্দ্র ঢোলাকিয়াকে  আংশিক সময়ের জন্য রিজার্ভ ব্যাঙ্কের কেন্দ্রীয় বোর্ডের নন-অফিসিয়াল ডিরেক্টর মনোনীত করা হয়।' আপাতত চার বছরের জন্য তাঁদের নিযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁরা ওই পদে আসীন থাকবেন বলে জানিয়েছে RBI।


রিজার্ভ ব্যাঙ্কের যাবতীয় কাজকর্ম এই কেন্দ্রীয় কমিটির ডিরেক্টরদের তত্ত্বাবধানেই সম্পন্ন হয়। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইনের আওতায় বোর্ডের সদস্যদের নিয়োগ করে কেন্দ্রীয় সরকার। নতুন চার জনের নিযুক্তির পাশাপাশি বর্তমানে ওই কমিটিতে ১১ জন সদস্য রয়েছেন। টাটা সন্স-এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণও RBI বোর্ডের সদস্য হিসেবে শামিল ছিলেন। সম্প্রতি তাঁর মেয়াদ শেষ হয়েছে। 


আরও পড়ুন: Fight Against Fake News: ভুয়ো খবর মোকাবিলায় নতুন যৌথ উদ্যোগ, মউ স্বাক্ষর করল এবিপি নেটওয়ার্ক এবং আইআইএম ইনদওর


দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিদের মধ্যে অন্যতম আনন্দ। মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান তিনি। ২০২০ সালের জানুয়ারি মাসে তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান 'পদ্মভূষণ'-এ সম্মানিত করে কেন্দ্রীয় সরকার। 


একই ভাবে. ১৯৭৯ সালে টিভিএস মোটরের হোল্ডিং সংস্থা সুন্দরম ক্লেটন সংস্থার চিফ একজিকিউটিভের দায়িত্ব গ্রহণ করেন শ্রীনিবাসন। ওই বছরই যাত্রা শুরু হয় টিভিএস-এর। বর্তমানে সংস্থার চেয়ারম্যান এমিরেটাস তিনি। 


কেন্দ্রীয় সরকারের মনোনয়নে RBI বোর্ডে নতুন নিযুক্তি


জাইডাস লাইফ সায়েন্সেস-এর চেয়ারম্যান পঙ্কজ আগে থেকেই কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল হেলথ মিশনের অন্তর্ভুক্ত মিশন স্টিয়ারিং গ্রুপ, কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের ড্রাগ টেকনিক্যাল উপদেষ্টা বোর্ডের সদস্য।


এর আগে, রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটির সদস্য ছিলেন রবীন্দ্র। আইআইএম আমদাবাদ থেকে আগেই অবসর গ্রহণ করেছেন তিনি। আঞ্চলিক অর্থনীতি, স্বাস্থ্যনীতির সঙ্গেও দীর্ঘ দিন যুক্ত ছিলেন তিনি।