নয়া দিল্লি : করোনা ভাইরাসের নতুন স্ট্রেন উদ্বেগ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে যে সব দেশে এই স্ট্রেনের হদিশ মিলেছে, সেখানকার সঙ্গে বিমান পরিষেবা নিষেধের আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে এই আবেদন জানান তিনি। 


শনিবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী ট্যুইট করেন, নতুন ভ্যারিয়েন্টে যেসব দেশ আক্রান্ত, সেইসব দেশের সঙ্গে উড়ান পরিষেবা বাতিলের আর্জি জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। বহু কষ্টে, আমাদের দেশ করোনা থেকে সেরে উঠেছে। নতুন এই ভ্যারিয়েন্ট যাতে ভারতে প্রবেশ না করে তার জন্য আমাদের সবকিছু করা উচিত।


গতকাল কেজরিওয়াল ট্যুইট করে জানিয়েছিলেন, মেডিক্যাল ও বিজ্ঞানের বিশেষজ্ঞদের সঙ্গে সোমবার একটি বৈঠক ডেকেছেন তিনি। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কোভিড ভ্যারিয়েন্টের হদিশ মেলার পর এই বৈঠক ডাকা হয়েছে। এই বিশেষজ্ঞরা দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির কাছে একটি প্রেজেন্টশন দেবেন। কীভাবে B.1.1.529 স্ট্রেন থেকে রাজধানীকে রক্ষা করা যায় তার একটা রূপরেখা থাকবে তাতে। 


বিশ্ব স্বাস্থ্য সংগঠন (WHO)-এর পরামর্শদাতা কমিটি দক্ষিণ আফ্রিকায় প্রথম বার সামনে আসা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের (New Corona variant B.1.1.529) নাম দিয়েছে  ‘Omricron’।
এর আগে করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টকে খুবই ‘দ্রুত সংক্রামক উদ্বেগজনক তালিকা’য় রাখা হয়েছিল। এর প্রভাব সারা বিশ্বজুড়েই ছড়িয়েছিল এবং বেশি সংখ্যায় মানুষ এর সংক্রমণের শিকার হয়েছিল। এমনটাই নয়া ভ্যারিয়েন্ট ‘Omricron’ সম্পর্কেও আশঙ্কা করা হচ্ছে।  


দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা, হংকং ও ইসরায়েলে পাওয়া গিয়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। যা আগের থেকে আরও ভয়ঙ্কর, দাবি বিশেষজ্ঞদের। ভারতে  এখনও পর্যন্ত এই প্রজাতির ভাইরাসের হদিশ মেলেনি বলে দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর। রাজ্যগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে চিঠি  দিয়েছে কেন্দ্র। এই নয়া ভ্যারিয়েন্ট মোকাবিলায় বেশ কয়েকটি দেশ দক্ষিণ আফ্রিকা যাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই দেশগুলির মধ্যে রয়েছে আমেরিকা ও কানাডা। এছাড়াও আরও কয়েকটি দেশ একই ব্যবস্থা নিয়েছে।