Aryan Khan Drugs Case:  বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের প্রমোদ তরীতে মাদক মামলার সাক্ষী কেপি গোসাভিকে গ্রেফতার করল পুনে পুলিশ। বিগত কিছুদিন ধরেই বেপাত্তা হয়ে গিয়েছিলেন গোসাভি। মহারাষ্ট্রের পুনে থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গোসাভির বিরুদ্ধে পুনেতে প্রতারনার অভিযোগ দায়ের হয়েছিল। 


পুনে পুলিশ জানিয়েছে, গোসাভি আত্মসমর্পন করেননি। তাঁকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সূত্রের ভিত্তিতে মাদক মামলার সাক্ষী গোসাভিকে গ্রেফতার করা হয়েছে বলে পুনে পুলিশ জানিয়েছে।  


গোসাভির বিরুদ্ধে তরুণদের বিদেশে চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। এই  মামলার পর এখন গোসাভির বিরুদ্ধে প্রতারনা ও অন্য অভিযোগে দায়ের মামলার সংখ্যা চার হয়েছে।


Aryan Khan Case : আজ ফের বম্বে হাইকোর্টে আরিয়ান খানের জামিনের আর্জির শুনানি


আরিয়ানের সঙ্গে গোসাভির সেলফি হয়েছিল ভাইরাল


প্রমোদ তরী মাদক মামলায় গোসাভির নাম শাহরুখ খানের ছেলে আরিয়ানের সঙ্গে একটি সেলফির সূত্রে প্রথম প্রকাশ্যে এসেছিল। আরিয়ানের সঙ্গে সেলফি তুলে গোসাভি ওই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ওই সময় অনেকেই মনে করেছিলেন, তিনি নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র কোনও আধিকারিক। পরে এনসিবি  সূত্রে জানানো হয়, গোসাভি এক প্রাইভেট ডিটেক্টিভ এজেন্সির মালিক। তিনি এনসিবি-র কোনও আধিকারিক নন। তিনি মাদক মামলার ১০ সাক্ষীর মধ্যে একজন। 


Aryan Khan Drugs Case: গভীর রাত পর্যন্ত মুম্বই পুলিশের কাছে বয়ান রেকর্ড মাদক মামলার সাক্ষী প্রভাকরের


এরইমধ্যে সামনে এসেছে প্রভাকর সেল নামে এক ব্যক্তির চাঞ্চল্যকর দাবি। তিনি নিজেকে গোসাভির দেহরক্ষী পরিচয় দিয়ে মাদক মামলা মিটমাট করে নেওয়ার জন্য ২৫ কোটি টাকা চাওয়ার অভিযোগ করেছেন। মুম্বই পুলিশের কাছে তিনি তাঁর বয়ান  নথিভূক্ত করিয়েছেন। এর আগে হলফনামায় ওই দাবি করেন তিনি।


প্রভাকর দাবি করেছিলেন যে,  মাদক মামলা মিটমাট করে নেওয়ার জন্য ২৫ কোটি টাকার ডিলের কথা শুনেছিলেন। এরমধ্যে ১৮ কোটি টাকায় চূড়ান্ত রফা হয়। আট কোটি টাকা এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীর ওয়ানখেড়েকে দেওয়ার কথা ছিল বলেও দাবি করেন প্রভাকর।