প্রসেনজিৎ সাহা, অরিত্রিক ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাস, ত্রিপুরা: তৃণমূলে যোগ দিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা পরীক্ষিত দেববর্মা। তিনি, ত্রিপুরা বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। এ দিকে, কাল গোয়া যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
ত্রিপুরা বিজেপিতে ধাক্কা! তৃণমূলে যোগ দিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা পরীক্ষিত দেববর্মা! এক সময় তিনি, ত্রিপুরা বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলেন। বুধবার, কুণাল ঘোষ ও সুস্মিতা দেবের উপস্থিতিতে তৃণমূল যোগ দেন তিনি।
সামনেই, ত্রিপুরায় পুরভোট! সেখানে, সব আসনে লড়ার কথা জানিয়েছে তৃণমূল। যা নিয়ে তুঙ্গে উঠেছে চাপানউতোর। এই অবস্থায়, বিজেপি প্রার্থী ঘোষণা না করলেও, বুধবার পুরনিগমের ৫১টি আসনের মধ্যে ৩৫টিতে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। এদিনই, তাঁরা মনোনয়ন পত্রও জমা দিয়েছেন! এদিকে, বৃহস্পতিবার গোয়ায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২৯ তারিখ, সেখানে তৃণমূলনেত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। যোগদান কর্মসূচির পাশাপাশি, গোয়ার আঞ্চলিক দলগুলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট নিয়ে আলোচনা হতে পারে। ৩০ তারিখ রাজ্যে ফিরবেন তৃণমূলনেত্রী।
এই অবস্থায়, তুঙ্গে উঠেছে তৃণমূল-বিজেপির তরজা। তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলছেন, এটাই বিজেপির স্বভাব, ত্রিপুরাতে বেশি ভায়োলেন্ট, আমাদের নেতা-নেত্রীদের উপর হামলা করছে, গাড়ি ভাঙছে। গোয়াতেও একই হচ্ছে। গণতন্ত্র বিরোধী মনোভাবের পরিচয়। ওরা ভয় পাচ্ছে, কারণ তৃণমূল রাস্তায় নেমে প্রতিবাদ করছে।
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের কথায়, তৃণমূল এমন একটা দল কলকাতা লিমিটেড.। সুন্দর আবহাওয়া ঘুরুন। কে ফ্লেক্স লাগাচ্ছে, কি ছিঁড়ছে বড় প্রশ্ন, এর মধ্যে বিজেপি থাকে না। দিনহাটা প্রচার করতে দিচ্ছে না, ফ্লেক্স ছিঁড়ছে।
তৃণমূল-বিজেপির ‘আঁতাঁত’। অভিযোগ বাম-কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি ও বিরোধী দলনেতা অধীর চৌধুরীর কথায়, সব গটআপ, এর আগে গোয়ার বিজেপি মুখ্যমন্ত্রী নিজে মমতাকে স্বাগত জানিয়েছিলেন, এখন পোস্টার ছেড়া হচ্ছে।
সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের দাবি, নজর কাড়ার জন্য এসব করা হচ্ছে। আগামী বছর গোয়ায় বিধানসভা ভোট! তার আগে, বঙ্গ রাজনীতিতে তুঙ্গে উঠেছে চাপানউতোর।
উল্লেখ্য, নামেই উপনির্বাচন। বাগযুদ্ধে যেন দেশ-দখলের লড়াই। ত্রিপুরায় রাজনৈতিক জমি দখলের হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। 'নোটার চেয়েও কম ভোট পাবে।' পাল্টা কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা।