আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও সোমনাথ মিত্র, নয়াদিল্লি: বুধবার দিল্লির বৈঠকে, বিজেপি-বিরোধী দলগুলি সিদ্ধান্ত নিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে তারা সর্বসম্মতভাবে প্রার্থী দেবে। কিন্তু, এই বৈঠকে অংশ নেয়নি বিজু জনতা দল, YSR কংগ্রেস এবং AIADMK। আর পরিসংখ্যান বলছে, এই তিন দল NDA’র পক্ষে ভোট দিলেই খেলা ঘুরে যাবে।


২২ দলকে আমন্ত্রণ, মমতার ডাকা বৈঠকে অনুপস্থিত ১৭


২০২৪-এর লোকসভা নির্বাচনে বাকি মেরেকেটে দেড় বছর। তার আগে জুলাই মাসের রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে মহড়া সেরে রাখে চাইছে বিজেপি-বিরোধী শিবির। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ১৭টি বিরোধী দল বৈঠকে যোগ দেওয়ায় তা নিয়ে হিসেব নিকেশ শুরু হয়েছে।  


ওই বৈঠকে বিরোধী দলগুলি সর্বসম্মতভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু, প্রশ্ন হল, সেই প্রার্থীকে জিতিয়ে আনার মতো আসনসংখ্যা কি তাদের হাতে রয়েছে কি? না কি বিজেপি মনোনীত প্রার্থীর জয় শুধুই সময়ের অপেক্ষা?


সরল পাটিগণিতের হিসেবে দেখলে, NDA’র কাছে এই মুহূর্তে ৫১ শতাংশ ভোট রয়েছে। আর কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলের কাছে রয়েছে ৪৮ শতাংশ ভোট। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ফল নির্ধারণ করে বিধায়ক এবং সাংসদদের ভোটের মূল্য যুক্ত করে।


সাংসদ এবং বিধায়কদের প্রতিটি ভোটের নির্দিষ্ট মূল্য রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে জিততে ৫ লক্ষ ৪৩ হাজার ২১৬টি ভোট প্রয়োজন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র হাতে এই মুহূর্তে রয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৭০৬টি ভোট।অর্থাৎ NDA জোটের রাষ্ট্রপতি প্রার্থীকে জিতিয়ে আনতে আরও ১৮ হাজার ভোট প্রয়োজন।


আরও পড়ুন: Indian Army Jobs: সেনাবাহিনীতে অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই


রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এক্ষেত্রে উল্লেখযোগ্য ফ্যাক্টর হয়ে উঠতে পারে বিজু জনতা দল, YSR কংগ্রেস এবং AIADMK। এর মধ্যে বিজেডি-র কাছে ৩১ হাজারের বেশি, YSR কংগ্রেসের কাছে ৪৩ হাজারের বেশি এবং AIADMK-এর কাছে ১৫ হাজারের বেশি ভোট রয়েছে। ফলে এদের মধ্যে কোনও একটি দলের সমর্থন বাগিয়ে নিয়ে পারলেই, নরেন্দ্র মোদি সরকার মনোনীত প্রার্থী নিশ্চিন্তে রাইসিনা হিলসে পৌঁছে যাবেন।


আর সেই সম্ভাবনা যথেষ্ট জোরাল কারণ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে বিজেপি-বিরোধীদের বৈঠকে অরবিন্দ কেজরিয়ালের আম আদমি পার্টি, নবীন পট্টনায়েকের বিজেডি, কেসিআর-এর তেলঙ্গানা রাষ্ট্র সমিতি, জগন্মোহন রেড্ডির YSR কংগ্রেস, অকালি দল এবং  পবন চামলিংয়ের দল SDF-এর কোনও প্রতিনিধি হাজির হননি।


তবে শাসক বিজেপি কোনও রকম ঝুঁকি নিতে নারাজ। তাই রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিভিন্ন দলের সঙ্গে কথা বলার দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে। সূত্রের খবর, বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে এবং সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবকে ফোন করে রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন চান রাজনাথ।


বিরোধীদের সঙ্গে আলোচনায় উদ্যোগী বিজেপি


বিজেপি-র তরফে কোনও নাম চূড়ান্ত করা হয়েছে কিনা, রাজনাথের কাছে জানতে চান তাঁরা। তাঁদের রাজনাথ জানান, এখনও হয়নি। তখন তাঁরা জানান, সরকার আগে প্রার্থী ঠিক করুক, তার পর দেখা যাবে।