কলকাতা: স্বাধীনতা দিবসের মাত্র আর কয়েকদিন বাকি। তার আগেই বিশেষ উপহারের ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতের যে সব সৌধ ও স্থাপত্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archaeological Survey of India) মাধ্যমে দেখভাল ও রক্ষণাবেক্ষণ করা হয়। সেগুলিতে ঢোকার জন্য দিতে হবে না কোনও টাকা। ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ওই সৌধগুলিতে ঢোকা যাবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। 


বিনামূল্যে প্রবেশ:
এবার ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস (Independence Day)। সেই উপলক্ষ্যেই দেশজুড়ে পালিত হচ্ছে 'আজাদি কা অমৃত মহোৎসব'। তারই অংশ হিসেবে এই ঘোষণা করা হয়েছে ভারত সরকারের তরফে। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের মন্ত্রী জি কিষান রেড্ডিও একটি টুইটের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দেশজুড়ে থাকা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সব সৌধের ক্ষেত্রেই এক নিয়ম। সাধারণত এই সৌধগুলিতে ঢোকার জন্য ভারতীয় ও বিদেশি পর্যটকদের জন্য আলাদা মূল্যের টিকিট থাকে। এই দশদিনের জন্য সবার জন্যই বিনামূল্যে প্রবেশের সুবিধা থাকছে। অর্থাৎ, ভারতীয় হোক বা বিদেশি পর্যটক সবার জন্যই একই ছাড়।


সারা দেশে ছড়িয়ে অসংখ্য স্থাপত্য:
সারা দেশে ছড়িয়ে রয়েছে ৩৬০০টিরও বেশি সৌধ ও স্থাপত্য যা  আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে। এর মধ্যে রয়েছে কুতুব মিলার থেকে তাজমহল। ইন্ডিয়া গেট থেকে লাল কেল্লা। রয়েছে বাংলার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বল্লালের ঢিপি। কেরলে বেলার দুর্গ থেকে মহাবলীপুরমের মন্দির, অজন্তা-ইলোরা, ওড়িশার কোনারক মন্দির। এরকম আরো অজস্র সৌধ ও স্থাপত্য রয়েছে। বিভিন্ন সার্কেলে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে। স্বচ্ছতা অভিযানের মতো একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। এএসআই-এর আগ্রা সার্কেলে নেওয়া হচ্ছে একাধিক কর্মসূচি।  


ভারতের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম--বিপুল জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে একাধিক প্রাচীন স্থাপত্য ও সৌধ। যা ভারতের একাধিক প্রাচীন সভ্যতা, রাজত্ব, সংস্কৃতির বাহক। ভারতের সমাজ-ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জুড়ে রয়েছে বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষাভাষী ও জাতিগোষ্ঠীর সংস্কৃতির ও রীতি-নীতির মেলবন্ধন। এই প্রাচীন স্থাপত্য, সৌধ, ভাস্কর্যগুলি তারই প্রতীক। 


আরও পড়ুন: কয়লাকাণ্ডে সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম নেই প্রভাবশালীর, আঁতাঁতের অভিযোগ বাম-কংগ্রেসের