গুয়াহাটি: যতদিন যাচ্ছে, ততই খারাপ পরিস্থিতি তৈরি হচ্ছে অসমে (Assam)। সাম্প্রতিক কালের মধ্যে অন্যতম ভয়াবহ বন্যায় তছনছ উত্তর-পূর্বের এই রাজ্যটি। এখনও পর্যন্ত বন্যার (Flood) কারণে অসমে মৃত্যুর সংখ্যা একশো পেরিয়েছে বলে সূত্রের খবর।  গোটা অসমের প্রায় সবকটি জেলাতেই এখন বন্যা পরিস্থিতির কবলে।


পরিদর্শনে মুখ্যমন্ত্রী:
পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই একাধিক জায়গায় পরিদর্শন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sharma)। অসমের শিলচর ভয়াবহ বন্যা পরিস্থিতির কবলে। গতকালই শিলচরের পরিস্থিতি খতিয়ে দেখতে আকাশ পথে পরিদর্শন করেন হিমন্ত বিশ্ব শর্মা। বরাক (Barak) উপত্যকার গোটাটাই বন্যার কবলে। সবচেয়ে খারাপ পরিস্থিতি কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দির। বন্যা কবলিত এলাকা থেকে বাসিন্দাদের উদ্ধার করতে আরও বেশি করে উদ্ধারকারী দল পাঠানো হবে বলে জানানো হয়েছে অসম প্রশাসনের পক্ষ থেকে। 


বিপুল ক্ষতি:
এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে, তাতে অসমের এই বন্যা এখনও পর্যন্ত পঞ্চাশ লক্ষেরও বেশি বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছেন। অসমের বন্যা পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। উদ্ধারকাজ চালানোর জন্য রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে কেন্দ্র। সেনা ও এনডিআরএফ (NDRF) বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে। অয়েল ইন্ডিয়ার (Oil India) তরফে অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ  তহবিলে ৫ কোটি টাকা দেওয়া হয়েছে। ভয়াবহ এই বন্যায় প্রবল আর্থিক ক্ষতিরও সম্মুখীন হয়েছে অসম। বিপুল পরিমাণ চাষের জমি জলের তলায়। ভেঙেছে বহু ঘরবাড়ি। সংরক্ষিত বনাঞ্চলের বিপুল পরিমাণ জমিও জলের তলায়। মিলেছে ধসের খবরও। 


ফুঁসছে নদী:
টানা বৃষ্টি অসমের প্রায় সব নদীই বিপদসীমার উপর দিয়ে বইছে। তার জন্যই বন্যা কবলিত অসমের একাধিক এলাকা। ব্রহ্মপুত্র ও বরাক নদী ফুঁসছে। এই দুটি নদীর শাখানদীগুলির পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। বিপদসীমার উপর দিয়ে বইছে কুশীয়ারি নদীও।   


আরও পড়ুন: আর আলোচনা নয়, কড়া হাতে বিদ্রোহ দমনের বার্তা শিবসেনা