নয়া দিল্লি : বিরোধীদের সমর্থন চাইলেন NDA মনোনীত প্রার্থী দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য আজই মনোনয়ন জমা দেন তিনি। তার আগে বিরোধী শিবিরের অন্যতম প্রধান তিন মুখ কংগ্রেসের সনিয়া গাঁধী (Sonia Gandhi), এনসিপি-র শরদ পাওয়ার ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী। এই তিন নেতা-নেত্রীকে ব্যক্তিগতভাবে ফোন করেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। তিন জনেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মনোনয়ন জমা দ্রৌপদীর-
আজ কিছুক্ষণ আগেই সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন জমা দেন রাষ্ট্রপতি নির্বাচনে NDA-র প্রার্থী দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয়মন্ত্রী, বিজেপি ও এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে মনোনয়ন জমা দেন তিনি।
আরও পড়ুন ; রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমা NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুর
মনোনয়নের জন্য তাঁর নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। সেই প্রস্তাব সমর্থন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দ্বিতীয় দফার প্রস্তাবক ছিলেন বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃতীয় সেটের প্রস্তাবক ছিলেন হিমাচল ও হরিয়ানার বিধায়ক ও সাংসদরা। চতুর্থ দফায় গুজরাতের বিধায়করা।
মনোনয়নপর্বে দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন- বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয়মন্ত্রী পীষূষ গয়াল, কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গড়করি, আদিবাসী সম্পর্কিত দফতরের মন্ত্রী অর্জুন মুণ্ডা, কেন্দ্রীয়মন্ত্রী ভিকে সিং, ভূপেন্দ্র যাদব, গিরিরাজ সিং-সহ অন্যরা।
আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। তাতেই মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছেন দ্রৌপদী এবং যশবন্ত সিনহা। ২৪ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের। তার আগে, ২১ জুলাই ভোটগণনা সম্পন্ন হবে।
তবে রাইসিনা হিলের দৌড়ে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হলেও, দ্রৌপদী এবং যশবন্তের মধ্যে মিলও রয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ডের সঙ্গে তাঁদের সংযোগ সর্বজনবিদিত। কারণ দীর্ঘ ছ'বছর ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন দ্রৌপদী। আবার ঝাড়খণ্ডের হাজারিবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন যশবন্ত।