India Coronavirus Update : উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ। দৈনিক সংক্রমণ কমলেও তা আজও ১৮ হাজারের বেশি। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,



  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৫৭ জন। 

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ৮৪০।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪২ জনের।

  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৩। 

  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৪২৮ জনের।  

    রাজ্যে করোনা পরিস্থিতি 

    রাজ্যে ফের মারাত্মক হারে বাড়ছে করোনা। শনিবারের হেল্থ বুলেটিন বলছে, রাজ্যে একদিনে আক্রান্ত ২ হাজার ৯৬৮ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের। টানা ৫ দিন ধরে সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের শনিবারের হেল্থ বুলেটিন বলছে, একদিনে আক্রান্ত ২ হাজার ৯৬৮ জন।

  • গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জনের।

  • পজিটিভিটি রেট: ১৫.৬৯%

  • হু হু করে সংক্রমণ বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

  • কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা।

  • শনিবারের পরিসংখ্যান বলছে, গত ৫ দিন ধরে, সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (৭৪৩)

  • সংক্রমণ বাড়ছে, হুগলি , দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমান, হাওড়ায়।

    স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, মে মাসে যেখানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৫। সেখানে জুন মাসে আক্রান্ত ১০ হজার ২০ জন অর্থাত্‍ প্রায় ৯ গুণ। আর জুলাইয়ের প্রথম ন’দিনেই আক্রান্তের সংখ্যা ১৮ হাজার পেরিয়ে গেছে।