নয়া দিল্লি : সমাজবাদী পার্টি অভিযোগ ওড়ালেন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক সুশীল চন্দ্র। তাঁর বক্তব্য, ইভিএম কারচুপির কোনও প্রশ্নই নেই। কারণ, নির্বাচন কমিশন সবসময় স্বচ্ছতা বজায় রেখেছে।


উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের ফল ঘোষণার আগে, ইভিএম নিয়ে বিতর্ক চরমে ওঠে। অখিলেশ যাদব অভিযোগ করেন, ভোট গণনার আগে ইভিএমে কারচুপি করেছে বিজেপি। এই ঘটনায় বারাণসীর অতিরিক্ত জেলাশাসককে সরিয়ে দেয় নির্বাচন কমিশন।


উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের ফল ঘোষণার আগে বারাণসীর ইভিএম বিতর্ক নিয়ে সরগরম হয়ে ওঠে উত্তরপ্রদেশের রাজনীতি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে, অখিলেশ যাদব অভিযোগ করেন, বারাণসীতে ইভিএম সরানোর সময় স্থানীয় প্রার্থীকে খবরই দেওয়া হয়নি। বারাণসীর জেলাশাসকের দিকে সরাসরি আঙুল তুলে নিয়ম লঙ্ঘনের অভিযোগ আনেন তিনি।


গণনার আগে লখনউয়ে বিভিন্ন স্ট্রং রুমের বাইরে শিবির করে বসে পড়েন সমাজবাদী পার্টির কর্মীরা। সমাজবাদী পার্টি কর্মী বলেন, হারানোর জন্য ইভিএম পাল্টাচ্ছে। তাই গার্ড দিচ্ছি। এখানে সমাজবাদী পার্টির কর্মীদের মুখে শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও। তাঁরা বলেন, মমতার প্রভাব কেন পড়বে না? একা বিজেপিকে হারিয়েছে। অখিলেশকে সিক্রেট বলে গেছে। আমরা জিতব। আমরা বলব মমতা প্রধানমন্ত্রী হোন।


বুধবার রাতেও অখিলেশ যাদব ট্যুইট করে বলেন, গণনাকেন্দ্রগুলোতে গণতন্ত্রের তীর্থ মনে করে, সেখানে যান, মাটি কামড়ে পড়ে থাকুন এবং শাসকের কারচুপির সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দিন। সমাজবাদী পার্টির সংগঠনের জয় হবে। তাই বিজেপি কারচুপির চেষ্টা করছে।