কলকাতা : অবশেষে বহু প্রতীক্ষিত ১০ মার্চ। দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার আগে এক নজরে ৫ রাজ্যের এক্সিট পোল। 

উত্তরপ্রদেশ :

উত্তরপ্রদেশের ফের ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। এমনই ইঙ্গিত মিলল, সি ভোটার, জন কি বাত, পোলস্ট্র্যাট, পি-মার্ক’এর এগজিট পোলে। দ্বিতীয় স্থানে থাকতে পারে সমাজবাদী পার্টি। তৃতীয় স্থানে থাকতে পারে বহুজন সমাজ পার্টি। প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে কংগ্রেস থাকতে পারে চতুর্থ স্থানে।


সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত - 



  • উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ২২৮ থেকে ২৪৪টি আসনে জিতে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি ও তার সহযোগীরা।

  • অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও জয়ন্ত চৌধুরীর RLD জোট জিততে পারে ১৩২ থেকে ১৪৮টি আসনে।

  • ১৩ থেকে ২১টি আসনে জিততে পারে মায়াবতীর বহুজন সমাজ পার্টি।

  • প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪ থেকে ৮টি আসন।


২ থেকে ৬টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে।

পাঞ্জাব :
সি ভোটার, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, পোল স্ট্র্যাট বা জন কি বাত -  সবারই বুথ ফেরত সমীক্ষায় পাঞ্জাবে পালাবদলের ইঙ্গিত। ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে কেজরিওয়ালের আম আদমি পার্টি। দ্বিতীয় স্থানে থাকতে পারে কংগ্রেস। বিজেপি ও অমরিন্দর সিংহের দলের জোটের ঝুলিতে যেতে পারে সামান্য কিছু আসন।

সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত - 



  • পাঞ্জাব বিধানসভার ১১৭টি আসনের মধ্যে আম আদমি পার্টি একাই জয়ী হতে পারে ৫১ থেকে ৬১টি আসনে। অর্থাৎ ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলার ইঙ্গিত।

  • ২২ থেকে ২৮টি আসন পেতে পারে কংগ্রেস।

  • ২০ থেকে ২৬টি আসনে জয়ী হতে পারে শিরোমণি অকালি দল ও বিএসপি জোট।

  • বিজেপি ও অমরিন্দর সিংহের দলের জোটের ঝুলিতে যেতে পারে মাত্র ৭ থেকে ১৩টি আসন।

  • ১ থেকে ৫টি আসন পেতে পারে অন্য দলগুলি।

    গোয়া : 


সি ভোটার, জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় গোয়া বিধানসভার ফল ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত। অন্যদিকে, সিএনএক্সের এক্সিট পোল বলছে, ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে বিজেপি। গ্রাউন্ড জিরো রিসার্চের এক্সিট পোলে পাল্লা ঝুঁকে কংগ্রেসের দিকে। কয়েকটি আসন যেতে পারে তৃণমূল-এমজিপি জোটের ঝুলিতে । 


সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত - 




  • ৪০ আসনের গোয়া বিধানসভা নির্বাচনে ১৩ থেকে ১৭টি আসনে জিততে পারে বিজেপি।




  • গেরুয়া শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি আসন।




  • তৃণমূল ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি-র জোট ৫ থেকে ৯টি আসনে জিততে পারে।




  • অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ১ থেকে ৫




  • এবং অন্য দলগুলি সর্বোচ্চ ২টি আসন জিততে পারে বলে ইঙ্গিত সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায়।

    মণিপুর
    গোয়ার পাশাপাশি মণিপুর বিধানসভার ফলও হতে পারে ত্রিশঙ্কু! এমনটাই ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে। উল্টোদিকে গ্রাউন্ড জিরো রিসার্চের এক্সিট পোলে পাল্লা ভারী বিজেপির।

    সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত - 




  • ৬০ আসনের মণিপুর বিধানসভায় শাসক দল বিজেপি ২৩ থেকে ২৭টি আসন জিততে পারে। 




  • মূল প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেতে পারে ১২ থেকে ১৬টি আসন।




  • ন্যাশনাল পিপলস পার্টি ১০ থেকে ১৪টি আসন পেতে পারে।




  • নাগা পিপলস ফ্রন্ট ৩ থেকে ৭টি আসন ও অন্যান্যরা ২ থেকে ৬টি আসন পেতে পারে। অর্থাৎ, কোনও দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না।

    উত্তরাখণ্ড 
    এবার উত্তরাখণ্ড বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। এমনই ইঙ্গিত, সি ভোটার, ম্যাট্রিজের এক্সিট পোলে। যদিও ভেটো এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী, উত্তরাখণ্ডে বিজেপিই ক্ষমতা ধরে রাখতে পারে।
    সি ভোটারের Exit poll-এ ইঙ্গিত - 




  • কংগ্রেস পেতে পারে ৩৯ শতাংশ ভোট।




  • ক্ষমতা হারালেও প্রায় ৪১ শতাংশ ভোট যেতে পারে বিজেপির ঝুলিতে।




  • এছাড়া আম আদমি পার্টি ৯ শতাংশ




  • এবং অন্যরা ১১ শতাংশ ভোট পেতে পারে উত্তরাখণ্ডে।