Assembly Elections Result 2022 Live: নরেন্দ্র মোদির উত্তরসূরির জায়গাটা কি যোগী আদিত্যনাথ পাকা করে ফেললেন? জল্পনা জাতীয় রাজনীতিতে

Assembly Elections Result 2022 Live Updates: আজ  উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), মণিপুর (Manipur), পঞ্জাব (Punjab) ও গোয়া (Goa) বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ।

abp ananda Last Updated: 10 Mar 2022 10:20 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ  উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), মণিপুর (Manipur), পঞ্জাব (Punjab) ও গোয়া (Goa) বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2022) ফলপ্রকাশ। সকাল ৮ টা থেকে ভোটগণনা শুরু হবে।  এই পাঁচ রাজ্যের...More

Assembly Elections Result Live: পাঁচ রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস

উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডে নিরঙ্কুশ বিজেপি, মণিপুর-গোয়ায় একক বৃহত্তম। বড়সড় চমক দিয়ে ঝাড়ু-ম্যাজিকে পাঞ্জাব দখল আপের। পাঁচ রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস।