Assembly Elections Result 2022 Live: নরেন্দ্র মোদির উত্তরসূরির জায়গাটা কি যোগী আদিত্যনাথ পাকা করে ফেললেন? জল্পনা জাতীয় রাজনীতিতে

Assembly Elections Result 2022 Live Updates: আজ  উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), মণিপুর (Manipur), পঞ্জাব (Punjab) ও গোয়া (Goa) বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ।

abp ananda Last Updated: 10 Mar 2022 10:20 PM
Assembly Elections Result Live: পাঁচ রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস

উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডে নিরঙ্কুশ বিজেপি, মণিপুর-গোয়ায় একক বৃহত্তম। বড়সড় চমক দিয়ে ঝাড়ু-ম্যাজিকে পাঞ্জাব দখল আপের। পাঁচ রাজ্যেই ধরাশায়ী কংগ্রেস।

Goa Assembly Poll Result 2022: গোয়া বিধানসভা ভোটে দাগ কাটতে পারল না তৃণমূল

গোয়া বিধানসভা ভোটে দাগ কাটতে পারল না তৃণমূল। একটিও আসনে জিততে পারলেন না তৃণমূলের প্রার্থীরা। বরং গোয়ায় তৃণমূলের জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ফল ঘোষণার পরই বিজেপিকে সরকার গড়তে সমর্থন করল।

UP Assembly Poll Result 2022: যোগী আদিত্যনাথের হাত ধরে রেকর্ড ছুঁল বিজেপি

তিন দশক পর, উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরল কোনও সরকার। যোগী আদিত্যনাথের হাত ধরে রেকর্ড ছুঁল বিজেপি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, নরেন্দ্র মোদির উত্তরসূরির জায়গাটা কি যোগী আদিত্যনাথ পাকা করে ফেললেন? বিজেপিতে নম্বর টু’র জন্য অমিত শাহর সঙ্গে কি তাঁর অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে গেল?

Assembly Elections Result Live: উত্তরপ্রদেশের ভোটের ফলের প্রভাব বাংলায় পড়বে?

উত্তরপ্রদেশের ভোটের ফলের প্রভাব বাংলায় পড়বে কিনা, তা নিয়ে তুঙ্গে উঠেছে চাপানউতোর। শুভেন্দু অধিকারী বলছেন, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ২৫টিরও বেশি আসন পাবে বিজেপি। যদিও তৃণমূলের দাবি, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ফলের কোনও প্রভাব পড়বে না।

UP Assembly Poll Result 2022: দাদা পারেননি, পারলেন না বোনও

দাদা পারেননি, পারলেন না বোনও। বিপুল প্রত্যাশা জাগিয়েও উত্তরপ্রদেশে অসফল হলেন প্রিয়াঙ্কা গাঁধী। ফিরহাদ হাকিম কটাক্ষের সুরে বলছেন, কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া। পাল্টা অধীর চৌধুরী বলছেন, বিজেপির সঙ্গে তৃণমূলের সংযুক্ত হয়ে যাওয়ার এটাই হচ্ছে সঠিক সময়।

Punjab Assembly Poll Result 2022: বড় চমক দিয়ে পঞ্জাবে জিতেছে আম আদমি পার্টি

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে চার রাজ্যেই জিতেছে বিজেপি। তবে বড় চমক দিয়ে পঞ্জাবে জিতেছে আম আদমি পার্টি। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, দুই রাজ্যে সরকার গঠনের পর জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধিতার প্রধান মুখ কি হয়ে উঠবেন অরবিন্দ কেজরিওয়াল?

UP Assembly Poll Result 2022: প্রধানমন্ত্রীর উন্নয়নের নীতিকেই সিলমোহর দিয়েছে মানুষ, বললেন জেপি নাড্ডা

‘আজকের ফলাফলে ৪ রাজ্যের মানুষ একতরফাভাবে আশীর্বাদ দিয়েছে। প্রধানমন্ত্রীর উন্নয়নের নীতিকেই সিলমোহর দিয়েছে মানুষ। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই চার রাজ্যে বিপুল জয় পেয়েছে বিজেপি। আজকের ফলাফল দিশা দেখিয়েছে, কীভাবে মোদিজির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে’, বললেন জেপি নাড্ডা।

Assembly Elections Result Live: প্রথমবার উত্তরপ্রদেশে পরপর দুবার কোনও মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন, বললেন নরেন্দ্র মোদি

‘দেশ বহুবার দ্বিতীয় দফায় একই প্রধানমন্ত্রী দিয়েছে। কিন্তু প্রথমবার উত্তরপ্রদেশে পরপর দুবার কোনও মুখ্যমন্ত্রী ক্ষমতায় এলেন’, বললেন নরেন্দ্র মোদি।

UP Assembly Poll Result 2022: বিজেপির সব নেতা-কর্মীকে অভিনন্দন জানাই, বললেন নরেন্দ্র মোদি

‘ভোটের সময় বিজেপি কর্মীরা কথা দিয়েছিলেন এবার হোলি ১০ মার্চ থেকেই শুরু হবে। আমাদের কর্মীরা সেই কথা রেখেছেন। বিজেপির সব নেতা-কর্মীকে অভিনন্দন জানাই। মানুষের মন, বিশ্বাস জয়ে নেতা-কর্মীরা সফল হয়েছেন’, বললেন নরেন্দ্র মোদি।

Assembly Elections Result Live: আজ উৎসবের দিন, বললেন নরেন্দ্র মোদি

‘আজ উৎসবের দিন, এই উৎসব ভারতের গণতন্ত্রের জন্য। এই ভোটে অংশগ্রহণের জন্য প্রত্যেক ভোটারকে অভিনন্দন, কৃতজ্ঞতা। যেভাবে মা-বোন-যুব সমাজ বিজেপিকে সমর্থন করেছে, তা অভাবনীয়’, বললেন নরেন্দ্র মোদি।

Uttarakhand Assembly Poll Result 2022: উত্তরাখণ্ডে প্রথমবার প্রতি ৫ বছর পর সরকার পরিবর্তন হল না

উত্তরাখণ্ডে প্রথমবার প্রতি ৫ বছর পর সরকার পরিবর্তন হল না। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরাখণ্ডে ফের সরকার গঠনের পথে বিজেপি। উত্তরাখণ্ডে বিজেপির দখলে ৪২ আসন। কংগ্রেস পেয়েছে ২৪ আসন।

Punjab Assembly Poll Result 2022: পঞ্জাবে কংগ্রেসকে কোণঠাসা করে সরকার গঠনের পথে কেজরিওয়ালের আপ

পঞ্জাবে কংগ্রেসকে কোণঠাসা করে সরকার গঠনের পথে কেজরিওয়ালের আপ। ১১৭-র মধ্যে আপের দখলে ৯২ আসন। মাত্র ১৮ আসন পেয়ে ধরাশায়ী কংগ্রেস।

UP Assembly Poll Result 2022: পরাজয় মেনে নিলেন রাহুল গাঁধী

‘মানুষের এই রায় বিনম্রভাবে মেনে নিচ্ছি। যাঁরা জনতার রায়ে জিতেছেন, তাঁদের জন্য শুভেচ্ছা রইল। কংগ্রেসের সমস্ত কর্মী এবং স্বেচ্ছাসেবকদের অভিনন্দন জানাই কঠোর পরিশ্রম এবং একাগ্রতার জন্য। আমরা এই ফলাফল থেকে শিক্ষা নেব এবং ভারতের মানুষের জন্য কাজ করে যাব,’ ট্যুইট রাহুল গাঁধীর।

Assembly Elections Result Live: নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রধান মুখ কে?

চার রাজ্যে জিতলেন নরেন্দ্র মোদি। একটি রাজ্যে জিতলেন অরবিন্দ কেজরিওয়াল। পাঁচ রাজ্যে হারলেন রাহুল-প্রিয়ঙ্কা। গোয়া থেকে খালি হাতে ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গেল, দু’বছর বাদে লোকসভা ভোটের লড়াইয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রধান মুখ কে?

Goa Assembly Poll Result 2022: গোয়ায় সরকার গড়বে বিজেপি

গোয়ায় সরকার গড়বে বিজেপি, সমর্থন করবে তৃণমূলের জোটসঙ্গী এমজিপি, দাবি বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের। শরিকের দায় নেব না, জানাল তৃণমূল। 

UP Assembly Poll Result 2022: রেকর্ড গড়ে উত্তরপ্রদেশে যোগীর কামব্যাক

রেকর্ড গড়ে উত্তরপ্রদেশে যোগীর কামব্যাক। লক্ষাধিক ভোটে জয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। উচ্ছ্বাস মুলায়ম সিংহ বাড়িতেও। মিষ্টিমুখ করালেন মুলায়মের পুত্রবধূ অপর্ণা যাদব। ভোটের আগেই তিনি যোগ দেন বিজেপিতে। 

Goa Assembly Poll Result 2022: গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি

গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি। ১৪ মার্চ শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী, খবর সূত্রের। বিজেপিকে সমর্থনের ঘোষণা বিচোলিমের জয়ী নির্দল প্রার্থী চন্দ্রকান্ত শেটিয়ের। এমজিপি-কে নিয়েই ক্ষমতায় আসবে বিজেপি, দাবি প্রমোদ সাওয়ন্তের।

UP Assembly Poll Result 2022: ৩৭ বছর পর উত্তরপ্রদেশে পরপর দু’বার সরকারে শাসক দল

৩৭ বছর পর উত্তরপ্রদেশে পরপর দু’বার সরকারে শাসক দল। ৫ বছর ক্ষমতায় থাকার পর প্রথমবার ফের নির্বাচিত কোনও মুখ্যমন্ত্রী।

Assembly Elections Result Live: লক্ষাধিক ভোটে জয়ী যোগী

উত্তরপ্রদেশের গোরক্ষপুর আসনে এক লক্ষ দু’হাজার ভোটে জয়ী যোগী আদিত্যনাথ।

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে ৬০ শতাংশের বেশি আসন দখল বিজেপির

উত্তরপ্রদেশে ৬০ শতাংশের বেশি আসন দখল বিজেপির। লখিমপুর খেরিতে বিজেপির জয় জয়কার। হাথরসে এগিয়ে বিজেপি প্রার্থী। স্বচ্ছ ভোট হয়নি, অভিযোগ ফিরহাদ হাকিমের।

Assembly Elections Result Live: সন্ধেবেলা বিজেপি-র সদর দফতরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

পঞ্জাব বাদে বাকি চার রাজ্যের মধ্যে দু’টিতে সংখ্যাগরিষ্ঠ বিজেপি, বাকি দু’টিতে একক বৃহত্তম। বিপুল জয়ের পর সন্ধে সাতটায় বিজেপি-র সদর দফতরে যাচ্ছেন নরেন্দ্র মোদি। 

Goa Assembly Poll Result 2022: গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি,সমর্থনের ঘোষণা জয়ী নির্দল প্রার্থীর

৪০ আসনের গোয়ায় বিজেপির দখলে ১৯টি। কংগ্রেসের- ১২, তৃণমূল জোট- ৩, আপ- ২। গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি।১৪ মার্চ শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী, খবর সূত্রের। বিজেপিকে সমর্থনের ঘোষণা জয়ী নির্দল প্রার্থীর। বিজেপিকে সমর্থনের ঘোষণা বিচোলিমের জয়ী নির্দল প্রার্থী চন্দ্রকান্ত শেটিয়ের

Uttarakhand Assembly Poll Result 2022: হেরে গেলেন কংগ্রেস প্রার্থী  হরিশ রাওয়াত

উত্তরাখণ্ডের লালকুঁয়া আসন থেকে হেরে গেলেন কংগ্রেস প্রার্থী  হরিশ রাওয়াত

Manipur Assembly Poll Result 2022: মণিপুরেও ২৭ আসন পেয়ে বৃহত্তম দল বিজেপি

মণিপুরেও ২৭ আসন পেয়ে বৃহত্তম দল বিজেপি।
কংগ্রেস- ৯, এনপিপি- ১০, এনপিএফ- ৮, অন্যান্য- ৮

Assembly Elections Result Live: ৩৭ বছর পর উত্তরপ্রদেশে পরপর দু’বার সরকারে শাসকদল

৩৭ বছর পর উত্তরপ্রদেশে পরপর দু’বার সরকারে শাসকদল। ৫ বছর ক্ষমতায় থাকার পর প্রথমবার ফের নির্বাচিত কোনও মুখ্যমন্ত্রী । উত্তরাখণ্ডেও প্রথমবার প্রতি ৫ বছর পর সরকার পরিবর্তন হল না। উত্তরাখণ্ডে প্রাপ্ত ভোটের হার ধরে রাখল বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরাখণ্ডে ফের সরকার গঠনের পথে বিজেপি

Punjab Assembly Poll Result 2022: ভগত সিংহর গ্রামে শপথ নেবে পাঞ্জাবের আপ মন্ত্রিসভা, জানালেন ভগমন্ত মান


পাঞ্জাব বিধানসভা ভোটে চমকপ্রদ জয়ের পর  আপের মুখ্যমন্ত্রী পদের দাবিদার ভগবন্ত মান জানিয়েছেন, তাঁর মন্ত্রী সভা শহিদ ভগত সিংহর গ্রাম খাটকারকালানে শপথ গ্রহণ করবে। 

Assembly Elections Result Live: ৫ রাজ্যের ভোটে ৪ রাজ্যই দখলের পথে বিজেপি

৫ রাজ্যের ভোটে ৪ রাজ্যই দখলের পথে বিজেপি। বড় চমক দিয়ে পাঞ্জাব দখল কেজরিওয়ালের আপের। ফের যোগীতেই আস্থা উত্তরপ্রদেশের।কিছুটা আসন কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় বিজেপি। এখনও পর্যন্ত ২৭৩ আসনে জয়ের পথে বিজেপি। গতবারের তুলনায় আসন বাড়লেও বহু পিছিয়ে সমাজবাদী পার্টি। ১২৩ আসন পেয়ে দ্বিতীয় স্থানে অখিলেশের দল। বিএসপি ৪, কংগ্রেস আটকে ২ আসনে

Goa Assembly Poll Result 2022: গোয়ায় খাতা খুলতে পারেনি তৃণমূল, জোটসঙ্গী এমডিপি এগিয়ে ৩ আসনে

গোয়ায় সরকার গড়ার পথে বিজেপি। খাতা খুলতে পারেনি তৃণমূল, ৩টি আসনে এগিয়ে সঙ্গী এমজিপি।

Punjab Assembly Poll Result 2022: পাঞ্জাবে হার স্বীকার করে ট্যুইট নভজ্যোৎ সিংহ সিধুর

পাঞ্জাবে হার স্বীকার করে ট্যুইট নভজ্যোৎ সিংহ সিধুর। তাঁর ট্যুইট,   ‘মানুষের কণ্ঠস্বর মানে ঈশ্বরের কণ্ঠস্বর। পাঞ্জাবের মানুষের রায় মাথা পেতে নিচ্ছি।
আম আদমি পার্টিকে অভিনন্দন।’

Goa Assembly Poll Result 2022: গোয়ায় সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল বিজেপি

গোয়ায় সংখ্যা গরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল বিজেপি। ৪০ আসনের গোয়ায় বিজেপির দখলে ১৯টি। কংগ্রেসের- ১২, তৃণমূল জোট- ৩, আপ- ২

UP Assembly Poll Result 2022: ফের যোগীতেই আস্থা উত্তরপ্রদেশের

ফের যোগীতেই আস্থা উত্তরপ্রদেশের। কিছুটা আসন কমলেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় বিজেপি। এখনও পর্যন্ত ২৭৩ আসনে জয়ের পথে বিজেপি। গতবারের তুলনায় আসন বাড়লেও বহু পিছিয়ে সমাজবাদী পার্টি।১২২ আসন পেয়ে দ্বিতীয় স্থানে অখিলেশের দল।বিএসপি ৫, কংগ্রেস আটকে ৩ আসনে

UP Assembly Poll Result 2022: বাহাদুর শাহ জাফরের জমানারও অবসান হল, ট্যুইট গিরিরাজের

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ বলেছেন, এই নির্বাচনে বাহাদুর শাহ জাফরের জমানারও অবসান হল। জয় হল গণতন্ত্রের। সপা ও বিরোধী দলগুলিকে নিশানা করে তাঁর ট্যুইট- বাহাদুর শাহ জাফরের জমানারও অবসান হল। গণতন্ত্রের জয় হল। উন্নয়ন জিতল। এই জয় মোদির। মোদির উন্নয়ের জয় হল। জনতা জাত-পাত ও গুজবকে বাজারের রাজনীতির বাইরে ফেলে দিয়েছে।

Punjab Assembly Poll Result 2022: পঞ্জাবে  আপ  ৮৯, কংগ্রেস  ১৮ আসনে এগিয়ে

পঞ্জাবে  আপ  ৮৯, কংগ্রেস  ১৮, শিরোমণি অকালি দল  ৬, বিজেপি ৩, অন্যান্য ১

Uttarakhand Assembly Poll Result 2022: উত্তরাখণ্ডেও বিজেপির দাপট

উত্তরাখণ্ডে বিজেপি   ৪৬, কংগ্রেস  ২১, অন্যান্য  ৩ আসনে এগিয়ে

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে বিজেপি  ২৬৯, এসপি  ১২৫ আসনে এগিয়ে

উত্তরপ্রদেশে বিজেপি  ২৬৯, এসপি  ১২৫, বিএসপি ৫, কংগ্রেস  ৪, অন্যান্য  ১ আসনে এগিয়ে

Manipur Assembly Poll Result 2022: মণিপুরে বিজেপি ২৫,কংগ্রেস ১১ আসনে এগিয়ে

মণিপুরে বিজেপি ২৫,কংগ্রেস ১১,এনপিপি ১১,এনপিএফ ৬, অন্যান্য  ৭ আসনে এগিয়ে

Uttarakhand Assembly Poll Result 2022: লালকুঁয়া আসনে হরিশ রাওয়াত ৭ হাজার ভোটে পিছিয়ে

উত্তরাখণ্ডে লালকুঁয়া আসনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত ৭ হাজার ভোটে পিছিয়ে। রাজ্যে ভোটে কংগ্রেস জিতলে তিনিই ছিলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদের দাবিদার।

Goa Assembly Poll Result 2022: গোয়ায় বিজেপি  ১৭, কংগ্রেস  ১৩ আসনে এগিয়ে

গোয়ায় বিজেপি  ১৭, কংগ্রেস  ১৩, তৃণমূল  ৫, আপ   ১ ও অন্যান্য  ৩ আসনে এগিয়ে

Punjab Assembly Poll Result 2022: পঞ্জাবে আপ  ৮৯, কংগ্রেস  ১৪ আসনে এগিয়ে

পঞ্জাবে আপ  ৮৯, কংগ্রেস  ১৪,  শিরোমণি অকালি দল  ৯,  বিজেপি ৪ আসনে এগিয়ে

Uttarakhand Assembly Poll Result 2022: উত্তরাখণ্ডে বিজেপি   ৪৫ আসনে এগিয়ে

উত্তরাখণ্ডে বিজেপি   ৪৫, কংগ্রেস  ২২ আসনে এগিয়ে

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে বিজেপি  ২৫৪, এসপি  ১১৮ আসনে এগিয়ে

উত্তরপ্রদেশে বিজেপি  ২৫৪, এসপি  ১১৮, বিএসপি ৫, কংগ্রেস  ৬ আসনে এগিয়ে

Assembly Elections Result Live: গোয়ায় ৫টি আসনে এগিয়ে তৃণমূল জোট

প্রথমবার ভোটের লড়াইয়ে নেমেই গোয়ায় ৫টি আসনে এগিয়ে তৃণমূল জোট। বাকি আসনে বিজেপি-কংগ্রেসের জোর লড়াই। পিছিয়ে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত।পাঞ্জাব কংগ্রেসের হাতছাড়া হওয়ার পথে। একতরফা অগ্রগতি আপের। উত্তরাখণ্ডে সরকার গড়ার দৌড়ে এগিয়ে বিজেপি। মণিপুরে এগিয়ে বিজেপি।

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে প্রায় ৬০ শতাংশ আসনে এগিয়ে বিজেপি

 উত্তরপ্রদেশে প্রায় ৬০ শতাংশ আসনে এগিয়ে বিজেপি। গতবারের তুলনায় ভাল ফল করেও দু’নম্বরে সমাজবাদী পার্টি। ১৪ শতাংশের বেশি ভোট পেল বহুজন সমাজ পার্টি। 

Goa Assembly Poll Result 2022: গোয়ায় বিজেপি  ১৮,কংগ্রেস  ১৩,তৃণমূল  ৫ আসনে এগিয়ে

গোয়ায় বিজেপি  ১৮,কংগ্রেস  ১৩,তৃণমূল  ৫,আপ   ১,অন্যান্য  ৩ আসনে এগিয়ে

Punjab Assembly Poll Result 2022: পঞ্জাবে  আপ  ৮৮, কংগ্রেস  ১৩ আসনে এগিয়ে

পঞ্জাবে  আপ  ৮৮, কংগ্রেস  ১৩, শিরোমণি অকালি দল  ১০, বিজেপি ৪ ও অন্যান্য ১ আসনে এগিয়ে

Uttarakhand Assembly Poll Result 2022: উত্তরাখণ্ডে বিজেপি   ৪৩, কংগ্রেস  ২৩ আসনে এগিয়ে

উত্তরাখণ্ডে বিজেপি   ৪৩, কংগ্রেস  ২৩ আসনে এগিয়ে

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে  বিজেপি  ২৪০, এসপি  ১০৮ আসনে এগিয়ে

উত্তরপ্রদেশে  বিজেপি  ২৪০, এসপি  ১০৮, বিএসপি ৫, কংগ্রেস  ৬ আসনে এগিয়ে


 

Uttarakhand Assembly Poll Result 2022: উত্তরাখণ্ডে বিজেপি   ৪২, কংগ্রেস  ২২ আসনে এগিয়ে

উত্তরাখণ্ডে বিজেপি   ৪২, কংগ্রেস  ২২,অন্যান্য ৪ আসনে এগিয়ে

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে বিজেপি  ২৩৯, এসপি  ১০৮ আসনে এগিয়ে


উত্তরপ্রদেশে বিজেপি  ২৩৯, এসপি  ১০৮, বিএসপি ৫, কংগ্রেস  ৪ আসনে এগিয়ে


 

Manipur Assembly Poll Result 2022: মণিপুরে বিজেপি ২৪, কংগ্রেস ১৪ আসনে এগিয়ে

মণিপুরে বিজেপি ২৪, কংগ্রেস ১৪, এনপিপি ১১, এনপিএফ ৪, অন্যান্য  ৫ আসনে এগিয়ে

Goa Assembly Poll Result 2022: গোয়ায় বিজেপি  ১৬, কংগ্রেস  ১২ আসনে এগিয়ে

গোয়ায় বিজেপি  ১৬, কংগ্রেস  ১২, তৃণমূল  ৬, আপ   ১ ও  অন্যান্য  ৫ আসনে এগিয়ে

Punjab Assembly Poll Result 2022: পঞ্জাবে আপ  ৭৫, কংগ্রেস  ১৩ আসেন এগিয়ে

পঞ্জাবে আপ  ৭৫, কংগ্রেস  ১৩,  শিরোমণি অকালি দল  ৮,  বিজেপি ৭ ও অন্যান্য ১ আসনে এগিয়ে

Uttarakhand Assembly Poll Result 2022: উত্তরাখণ্ডে বিজেপি   ৪১, কংগ্রেস  ২৪ আসনে এগিয়ে

উত্তরাখণ্ডে বিজেপি   ৪১, কংগ্রেস  ২৪,আপ ০, অন্যান্য ৫ আসনে এগিয়ে

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে বিজেপি  ২০৩, এসপি  ১০০ আসনে এগিয়ে সপা

উত্তরপ্রদেশে বিজেপি  ২০৩, এসপি  ১০০, বিএসপি ৫, কংগ্রেস  ৪, অন্যান্য  ০

Punjab Assembly Poll Result 2022: পঞ্জাবে আপ  ৫৩, কংগ্রেস  ৩৬ আসনে এগিয়ে

পঞ্জাবে আপ  ৫৩, কংগ্রেস  ৩৬, শিরোমণি অকালি দল  ২১, বিজেপি ৭, অন্যান্য ১ আসনে এগিয়ে

Uttarakhand Assembly Poll Result 2022: উত্তরাখণ্ডে বিজেপি  ৩৬, কংগ্রেস  ৩২ আসনে এগিয়ে

উত্তরাখণ্ডে বিজেপি   ৩৬, কংগ্রেস  ৩২ ,আপ ০, অন্যান্য ১ আসনে এগিয়ে

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে বিজেপি  ১৬৫,এসপি  ৮৫ আসনে এগিয়ে

উত্তরপ্রদেশে বিজেপি  ১৬৫,এসপি  ৮৫,বিএসপি ৫, কংগ্রেস  ৩,অন্যান্য  ২

UP Assembly Poll Result 2022: ওপি রাজভর পিছিয়ে

সমাজবাদী পার্টির শরিক দলের নেতা ওপি রাজভর পিছিয়ে রয়েছেন।ইডি-র প্রাক্তন ডিরেক্টর রাজেশ্বর সিংহ এগিয়ে।

UP Assembly Poll Result 2022: গোরক্ষপুর আসনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এগিয়ে

উত্তরপ্রদেশের গোরক্ষপুর আসনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এগিয়ে ৪৪৬৪ ভোটে

Manipur Assembly Poll Result 2022: মণিপুরে  বিজেপি ১০,কংগ্রেস ১০ আসনে এগিয়ে

মণিপুরে  বিজেপি ১০,কংগ্রেস ১০,এনপিপি ৮,এনপিএফ ৮,  অন্যান্য  ১ আসনে এগিয়ে

UP Assembly Poll Result 2022: সমাজবাদী পার্টি প্রধান অখিলেশের ট্যুইট

উত্তরপ্রদেশের ভোটগণনার প্রাথমিক প্রবণতা অনুযায়ী, বিজেপি পূর্বাঞ্চলে অনেকটাই এগিয়ে। সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব ট্যুইট করে বলেছেন, পরীক্ষা এখনও বাকি। এখন উৎসাহের সময়, ফয়সালা সময়। গণনাকেন্দ্রগুলি দিন-রাত সতর্কভাবে যাঁরা সক্রিয় রয়েছেন, সপা-জোটের প্রত্যেক কর্মী, সমর্থক, নেতা ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ। গনতন্ত্রের সিপাহীরা জয়ের শংসাপত্র নিয়ে ফিরে আসুন। 

Punjab Assembly Poll Result 2022: পঞ্জাবে আপ  ৪৮, কংগ্রেস  ৩৯ আসনে এগিয়ে

পঞ্জাবে আপ  ৪৮, কংগ্রেস  ৩৯, শিরোমণি অকালি দল  ১৯, বিজেপি ৫,  অন্যান্য ১ আসনে এগিয়ে


 

Uttarakhand Assembly Poll Result 2022: উত্তরাখণ্ডে  বিজেপি  ৩৪, কংগ্রেস  ৩৫ আসনে এগিয়ে

উত্তরাখণ্ডে  বিজেপি   ৩৪, কংগ্রেস  ৩৫ , আপ ১, অন্যান্য ১

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে  বিজেপি  ১৫০, এসপি  ৮২ আসনে এগিয়ে

উত্তরপ্রদেশে  বিজেপি  ১৫০, এসপি  ৮২, বিএসপি ৫, কংগ্রেস  ৩, অন্যান্য  ২ আসনে এগিয়ে

Goa Assembly Poll Result 2022: গোয়ায় বিজেপি  ১৪, কংগ্রেস  ১৭, তৃণমূল  ৬ আসনে এগিয়ে

গোয়ায় বিজেপি  ১৪, কংগ্রেস  ১৭, তৃণমূল  ৬, অন্যান্য  ১ আসনে এগিয়ে

Uttarakhand Assembly Poll Result 2022: উত্তরাখণ্ডে বিজেপি   ৩৬, কংগ্রেস  ২২ আসনে এগিয়ে

উত্তরাখণ্ডে বিজেপি   ৩৬, কংগ্রেস  ২২, আপ ১ আসনে এগিয়ে

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে বিজেপি  ১১৪, এসপি  ৮০ আসনে এগিয়ে

উত্তরপ্রদেশে বিজেপি  ১১৪, এসপি  ৮০, বিএসপি ৫, কংগ্রেস  ২, অন্যান্য  ৩ আসনে এগিয়ে

Goa Assembly Poll Result 2022: গোয়ায় বিজেপি  ১৩,কংগ্রেস  ৯, তৃণমূল  ৪ আসনে এগিয়ে

গোয়ায় বিজেপি  ১৩,কংগ্রেস  ৯, তৃণমূল  ৪ আসনে এগিয়ে

Punjab Assembly Poll Result 2022: পঞ্জাবে  আপ  ৩৯, কংগ্রেস  ২১ আসনে এগিয়ে


পঞ্জাবে  আপ  ৩৯, কংগ্রেস  ২১, শিরোমণি অকালি দল  ৮, বিজেপি ২

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে  বিজেপি  ১০০, এসপি  ৮০ আসনে এগিয়ে

উত্তরপ্রদেশে  বিজেপি  ১০০, এসপি  ৮০, বিএসপি ৬, কংগ্রেস  ২, অন্যান্য  ১ আসনে এগিয়ে

Uttarakhand Assembly Poll Result 2022: উত্তরাখণ্ডে বিজেপি ৩০, কংগ্রেস ২৮ আসনে এগিয়ে

উত্তরাখণ্ডে বিজেপি ৩০, কংগ্রেস ২৮ ,আপ ১ ও অন্যান্য ১ আসনে এগিয়ে।

Manipur Assembly Poll Result 2022: মণিপুরে কংগ্রেস ৫ আসনে এগিয়ে

মণিপুরে কংগ্রেস ৫ আসনে এগিয়ে

Goa Assembly Poll Result 2022: গোয়ায় বিজেপি  ৪, কংগ্রেস  ৭, তৃণমূল ২ আসনে এগিয়ে

গোয়ায় বিজেপি  ৪, কংগ্রেস  ৭, তৃণমূল ২ আসনে এগিয়ে

Punjab Assembly Poll Result 2022: পঞ্জাবে আপ  ৩২, কংগ্রেস  ১৮ আসনে এগিয়ে

পঞ্জাবে আপ  ৩২, কংগ্রেস  ১৮,শিরোমণি অকালি দল   ৭, বিজেপি ২ আসনে এগিয়ে

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে  বিজেপি  ১১০, এসপি  ৬৫ আসনে এগিয়ে

উত্তরপ্রদেশে  বিজেপি  ১১০, এসপি  ৬৫, বিএসপি ৩, কংগ্রেস  ৩, অন্যান্য  ২

Uttarakhand Assembly Poll Result 2022: উত্তরাখণ্ডে ২৭ টি করে আসনে এগিয়ে বিজেপি ও কংগ্রেস

উত্তরাখণ্ডে ২৭ টি করে আসনে এগিয়ে বিজেপি ও কংগ্রেস

Goa Assembly Poll Result 2022: গোয়ায় একটি আসনে এগিয়ে তৃণমূল

গোয়ায় একটি আসনে এগিয়ে তৃণমূল

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে বিজেপি ৮০, সমাজবাদী পার্টি ৪৯ আসনে এগিয়ে

উত্তরপ্রদেশে বিজেপি ৮০, সমাজবাদী পার্টি ৪৯, বিএসপি ৩ ও কংগ্রেস ২ আসনে এগিয়ে।

Punjab Assembly Poll Result 2022: পঞ্জাবে কংগ্রেস ১০,  আপ ১৩ আসনে এগিয়ে

পঞ্জাবে কংগ্রেস ১০,  আপ ১৩,অকালি দল ২ আসনে এগিয়ে

Uttarakhand Assembly Poll Result 2022: উত্তরাখণ্ডে ২১ আসনে এগিয়ে বিজেপি, ১৪ আসনে কংগ্রেস

উত্তরাখণ্ডে ২১ আসনে এগিয়ে বিজেপি, ১৪ আসনে কংগ্রেস

Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে ৬৫ আসনে এগিয়ে বিজেপি, সমাজবাদী পার্টি ৪৩ টিতে

উত্তরপ্রদেশে ৬৫ আসনে এগিয়ে বিজেপি, সমাজবাদী পার্টি ৪৩ ও বিএসপি ১ আসনে এগিয়ে।

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে ৫০ আসনে এগিয়ে বিজেপি, সপা ৩০ আসনে

উত্তরপ্রদেশে ৫০ আসনে এগিয়ে বিজেপি, সমাজবাদী পার্টি এগিয়ে ৩০ আসনে।

Punjab Assembly Poll Result 2022: পঞ্জাবে অকালি দল এগিয়ে একটি আসনে

পঞ্জাবে অকালি দল এগিয়ে একটি আসনে

Uttarakhand Assembly Poll Result 2022: উত্তরাখণ্ডে বিজেপি ১০, কংগ্রেস ৭ আসনে এগিয়ে।

উত্তরাখণ্ডে বিজেপি ১০, কংগ্রেস ৭ আসনে এগিয়ে।

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে আটটি আসনে এগিয়ে বিজেপি, পাঁচটিতে এসপি

পোস্টাল ব্যালটের গণনায় উত্তরপ্রদেশে আটটি আসনে এগিয়ে বিজেপি। পাঁচটি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি।

Assembly Poll Result 2022: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, নজর উত্তরপ্রদেশের দিকে

আজ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা। সকাল ৮টা থেকে শুরু গণনা। গোটা দেশের নজর উত্তরপ্রদেশের দিকে। যোগী-অখিলেশের মধ্যে লখনউয়ের মসনদে বসবে কে? কংগ্রেস এবার কেমন ফল করবে? তা স্পষ্ট হয়ে যাবে আর কয়েকঘণ্টার মধ্যে। উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসন ৪০৩।ভোট হয়েছে ৭ দফায়। উত্তরপ্রদেশের পাশাপাশি আজ ভোটের ফল ঘোষণা হবে উত্তরাখন্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুরে। এর মধ্যে গোয়ায় এই প্রথমবার ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। ৭০ আসনের উত্তরাখণ্ডে ভোটের আগে বেশ কয়েকজন মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। শিরোমণি অকালি দল, কংগ্রেস, বিজেপির পাশাপাশি এখানে লড়াই করছে আম আদমি পার্টি। ৬০ আসনের মণিপুর বিধানসভায় লড়াই মূলত কংগ্রেস ও বিজেপির

UP Assembly Poll Result 2022: সকাল আটটা থেকে শুরু গণনা, প্রথমে গণনা পোস্টাল ব্যালটের

আজ পাঁচ রাজ্যের ভোটগণনা। উত্তরপ্রদেশেও ভোট গণনার প্রস্তুতি চূড়ান্ত। বারাণসীর জেলা শাসক বলেছেন, বিভিন্ন দলের এজেন্টরা গণনা কেন্দ্রগুলিতে আসছেন। পোস্টাল ব্যালট খোলা হবে সকাল আটটায়। এরপর ইভিএমগুলির ভোট গণনা শুরু হবে। গণনা প্রক্রিয়া শেষ হতে সন্ধে হয়ে যাবে। বারাণসী কমিশনারেট এলাকায় জারি ১৪৪ ধারা।

Punjab Assembly Poll Result 2022: গুরদ্বারায় প্রার্থনা আম আদমি পার্টি নেতা ভগবন্ত মানের

পঞ্জাবে ভোট গণনার আগে সাঙ্গুরে গুরদ্বারা গুড়সাগর মস্তুয়ানা সাহিবে প্রার্থনা আম আদমি পার্টি নেতা ভগবন্ত মানের।

UP Assembly Poll Result 2022: উত্তরপ্রদেশে ভোটগণনার আগে আত্মবিশ্বাসী বিজেপি

উত্তরপ্রদেশে ভোটগণনার আগে আত্মবিশ্বাসী বিজেপি। রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা ব্রজেশ পাঠকের দাবি, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি। উত্তরপ্রদেশের মানুষ সমাজবাদী পার্টিকে প্রত্যাখ্যান করেছে।

Manipur Assembly Poll Result 2022: মণিপুরে বিজেপির পাল্লা ভারী, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

মণিপুর বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল হবে বলে অধিকাংশ বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে। ভোট গণনা শুরু হবে সকাল ৮ টা থেকে। এই রাজ্য ৬০ আসনের জন্য ২৮ ফেব্রুয়ারি ও ৫ মার্চ- দুই দফায় ভোট গ্রহণ করা হয়েছিল।

Uttarakhand Assembly Poll Result 2022: উত্তরাখণ্ডে কড়া টক্কর

 ৭০ আসনের উত্তরাখণ্ডে ভোটের আগে বেশ কয়েকজন মন্ত্রী বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। বুথফেরত সমীক্ষায় এই রাজ্যে কংগ্রেস ও বিজেপির কড়া টক্করের পূর্বাভাস দেখা গিয়েছে। এখন দেখার শেষ হাসি কে হাসে। 

Goa Assembly Poll Result 2022: গোয়াতে ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায়

গোয়া বিধানসভা আসনের ভোট গণনাও কিছুক্ষণ পরেই শুরু হবে। বিভিন্ন বুথফেরত সমীক্ষায় এই রাজ্যে ত্রিশঙ্কু বিধানসভার পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কংগ্রেস জানিয়েছে, তারা তৃণমূল ও আম আদমি পার্টির সঙ্গে জোট বেঁধে সরকার গঠনে প্রস্তুত।

Punjab Assembly Poll Result 2022: গুরুদ্বারে প্রার্থনা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

ভোটের ফলপ্রকাশের আগে রোপরের গুরুদ্বার কতলগড় সাহিবে প্রার্থনা করলেন পঞ্জাব মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নী।

Assembly Elections Result Live: সকাল ৮ টা থেকে শুরু ভোট গণনা

ভোটের ফল নিয়ে আগ্রহ তুঙ্গে। আর দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে শুরু হবে ভোট গণনা।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আজ  উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), মণিপুর (Manipur), পঞ্জাব (Punjab) ও গোয়া (Goa) বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2022) ফলপ্রকাশ। সকাল ৮ টা থেকে ভোটগণনা শুরু হবে।  এই পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের ফল নিয়েই জাতীয় রাজনীতিতে আগ্রহ সবচেয়ে বেশি। ২০২৪-এর লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের ফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। 


কার দখলে লখনউয়ের তখত? সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এবারও দেশের সবচেয়ে বড় বিধানসভায় ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি। সমীক্ষক সংস্থা সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, উত্তরপ্রদেশের ৪০৩টি আসনের মধ্যে ২২৮ থেকে ২৪৪টি আসনে জিতে ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি ও তার সহযোগীরা। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ও জয়ন্ত চৌধুরীর আরএলডি জোট জিততে পারে ১৩২ থেকে ১৪৮টি আসনে। ১৩ থেকে ২১টি আসনে জিততে পারে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। প্রিয়ঙ্কা গাঁধীর নেতৃত্বে কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪ থেকে ৮টি আসন। ২ থেকে ৬টি আসন যেতে পারে অন্যদের ঝুলিতে। 


সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি ও তার সহযোগীরা পেতে পারে ৪১ শতাংশ ভোট। ৩৪ শতাংশ ভোট যেতে পারে সমাজবাদী পার্টি-আরএলডি জোটের পক্ষে। মায়াবতীর বিএসপি পেতে পারে ১৭ শতাংশ ভোট। ৫ শতাংশ ভোট যেতে পারে কংগ্রেসের ঝুলিতে এবং অন্যরা প্রায় ৩ শতাংশ ভোট পেতে পারে উত্তরপ্রদেশে। 


এই বুথ ফেরত সমীক্ষার ক্ষেত্রে সমীক্ষকরা কথা বলেছেন উত্তরপ্রদেশের ১ লক্ষ ৪ হাজার ৫৫৬ জন ভোটারের সঙ্গে। স্টেট লেভেল-এ মার্জিন অফ এরর প্লাস মাইনাস ৩ শতাংশ। 


সি ভোটার, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, পোল স্ট্র্যাট বা জন কি বাত, সবারই বুথ ফেরত সমীক্ষায় পঞ্জাবে পালাবদলের ইঙ্গিত। ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। দ্বিতীয় স্থানে থাকতে পারে কংগ্রেস। বিজেপি ও অমরিন্দর সিংহের দলের জোটের ঝুলিতে যেতে পারে সামান্য কিছু আসন।


গোয়ার পাশাপাশি মণিপুর বিধানসভার ফলও হতে পারে ত্রিশঙ্কু! এমনটাই ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে। উল্টোদিকে গ্রাউন্ড জিরো রিসার্চের এক্সিট পোলে পাল্লা ভারী বিজেপির।


সি ভোটার, জন কি বাতের বুথ ফেরত সমীক্ষায় গোয়া বিধানসভার ফল ত্রিশঙ্কু হওয়ার ইঙ্গিত। অন্যদিকে, সিএনএক্সের এক্সিট পোল বলছে, ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে বিজেপি। গ্রাউন্ড জিরো রিসার্চের এক্সিট পোলে পাল্লা ঝুঁকে কংগ্রেসের দিকে। কয়েকটি আসন যেতে পারে তৃণমূল-এমজিপি জোটের ঝুলিতে।


এবার উত্তরাখণ্ড বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস। এমনই ইঙ্গিত, সি ভোটার, ম্যাট্রিজের এক্সিট পোলে। যদিও ভেটো এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী, উত্তরাখণ্ডে বিজেপিই ক্ষমতা ধরে রাখতে পারে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.