কলকাতা : আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। বালিগঞ্জ বিধানসভায় মোদি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে তৃণমূল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে উপনির্বাচন হবে বালিগঞ্জে। সেখানে তৃণমূল প্রার্থী করেছে বাবুল সুপ্রিয়কে। যিনি গত বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভোটে লড়ে পরাজিত হন। ১৮ সেপ্টেম্বর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল।
বালিগঞ্জে তৃণমূল প্রার্থী করার পর থেকেই বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন বাবুল। তিনি প্রশ্ন তোলেন, ‘ কোনও বাঙালি কি কেন্দ্রের পূর্ণমন্ত্রী হতে পারেন না? নরেন্দ্র মোদি, অমিত শাহ কী মনে করেন ! ' তবে কি মন্ত্রিত্ব না পাওয়ার জন্যই বিজেপি ছেড়েছিলেন বাবুল ? স্পষ্টতই তিনি বলে দিলেন , হ্যাঁ। দাবি করলেন, ৮ বছর ধরে পড়াশোনা করে রাজনীতি করেছেন, তাহলে তাঁকে পূর্ণমন্ত্রী করা হল না কেন। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে বাবুল খোলাখুলিই বলে দেন, ভাল কাজ করে যদি ইনসেন্টিভ না পাই, তাহলে থাকব কেন। কেন একজন বাঙালিকে পূর্ণমন্ত্রী করা গেল না? কখনও মাথা নিচু করে থাকিনি !
আসানসোল লোকসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিন্হা। তিনিও বিজেপি ছেড়ে এসেছেন তৃণমূলে। বাবুলের অভিযোগ, শত্রুঘ্ন সিনহাকেও ব্যবহার করেনি বিজেপি। শিল্পীরা তো সেন্টিমেন্টাল হয়ই।
আসানসোলের তৃণমূল প্রার্থীকে নিয়ে উঠছে বহিরাগত কটাক্ষ। যে তৃণমূল লোকসভা ভোটে বারবার বহিরাগত অস্ত্রে শান দিয়েছেন, তাঁরাই কি না 'বিহারিবাবু'কে প্রার্থী করল ! খোঁচা বিরোধীদের। এই প্রসঙ্গে বাবুলের জবাব, ' শত্রুঘ্ন কেন বহিরাগত হবেন। উনি তো শিল্পী, ন্যাশনাল ফিগার। বহিরাগত তো কৈলাসবাবুরা ! '
' ভোট হলেই দুধ কা দুধ, পানি কা পানি হবে' স্পষ্ট কথা বাবুলের।
কত ভোটে জিততে পারবেন বালিগঞ্জ থেকে, কী ভাবছেন বাবুল ? শিল্পী-রাজনীতিকের বিনয়ী জবাব, সুব্রতদা যত ভোটে জিতেছেন, তার কাছাকাছি পৌঁছলেও ভাগ্যবান মনে করব।
রবিবার ট্যুইটারে তৃণমূল নেত্রী লেখেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে এটা জানাতে পেরে খুশি যে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিন্হা আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী হচ্ছেন। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আমাদের প্রার্থী হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিখ্যাত গায়ক বাবুল সুপ্রিয়। জয় হিন্দ, জয় বাংলা, জয় মা-মাটি-মানুষ!
Babul Supriyo : ‘ কোনও বাঙালি কি কেন্দ্রের পূর্ণমন্ত্রী হতে পারেন না? ' প্রশ্ন তুললেন বাবুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Mar 2022 09:51 AM (IST)
Edited By: Nibedita Bhattacharya
Babul Supriyo Update : গত বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভোটে লড়ে পরাজিত হন বাবুল।
বাবুল সুপ্রিয়
NEXT
PREV
ভারত (india) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
15 Mar 2022 09:50 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -