জয়পুর: ভারত সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের (India-Bangladesh Relations) উপর জোর দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। জয়পুরে এ বার স্থানীয় শিল্পীদের সঙ্গে একাত্ম হয়ে গেলেন তিনি। বিমানবন্দরেই তাঁদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গেল তাঁকে। সেই ভিডিও তুলে ধরেছে সংবাদ সংস্থা এএনআই। শিল্পীদের সঙ্গে বিমানবন্দরে ছবিও তোলেন হাসিনা।


রাজস্থান সফরে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা


ভারত সফরে এসে বৃহস্পতিবার রাজস্থানের জয়পুরে (Jaipur News) পা রাখেন হাসিনা। দিল্লি থেকে বিশেষ বিমানে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী বিডি কাল্লা। এ ছাড়াও, হাসিনাকে স্বাগত জানাতে হাজির ছিলেন স্থানীয় শিল্পীরা।



এ দিন হাসিনা বিমান থেকে নামতেই বেজে ওঠে বাজনা। তাঁর সামনে নৃত্য পরিবেশন করেন স্থানীয়রা। তাঁদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা যায় হাসিনাকেও। জয়পুর সফরে হাসিনার সঙ্গে রয়েছে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলও। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কিছু ক্ষণ কাটিয়ে সড়ক পথে অজমেরের দিকে রওনা দেন সকলে। 


আরও পড়ুন: Bengaluru Waterlogged: ১০ কোটি টাকায় কেনা ভিলাও এখন পুকুর, জল থৈ থৈ বেঙ্গালুরুতে খাবি খাচ্ছেন সাধারণ মানুষ


অজমেরে পৌঁছে এ দিন এ দিন খোয়াজা মইনউদ্দিন চিস্তির দরগায় যান হাসিনা। সেখানে লাল কার্পেট পেতে স্বাগত জানানো হয় তাঁকে। দরগায় জিয়ারত করতেও দেখা যায় হাসিনাকে। সেখানে দুই দেশের শান্তি এবং সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন তিনি। 


অজমের দরগায় প্রার্থনা সারলেন হাসিনা


ভারত সফর এসে এ যাবৎ দিল্লি এবং ঢাকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করে তোলার কথা বলেন হাসিনা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং করোনা কালে বিদেশ থেকে বাংলাদেশের পড়ুয়াদের ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে করোনা কালে টিকা দিয়ে সাহায্য করার জন্যও ভারত সরকারকে ধন্যবাদ জানান তিনি।