Fixed Deposit: সরকারি, বেসরকারি ব্যাঙ্কগুলির পাশাপাশি এই ব্যাঙ্কগুলিও দিচ্ছে বেশি সুদ। আপনি চাইলেই এই ব্যাঙ্কগুলিতে বিনিয়োগ  করে বিপুল পরিমাণ টাকা পেতে পারেন। জেনে নিন, ব্যাঙ্কগুলির নাম।


FD Interest Rate: সাড়ে ৮ শতাংশ থেকে ৯ শতাংশ সুদ
রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধির পর স্থায়ী আমানতের সুদের হার বাড়িয়ে দিয়েছে অনেক ব্যাঙ্ক। জনগণকে বেশি সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি। বর্তমানে দেশের শীর্ষ ব্যাঙ্কগুলি প্রায় ৮ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। পাশাপাশি ছোট আর্থিক ব্যাঙ্কগুলি প্রবীণ নাগরিক ও সাধারণ মানুষের জন্য সাড়ে ৮ শতাংশ সুদ দিচ্ছে। যদিও কিছু ছোট আর্থিক ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।


Bank FD Rate: কিছু লোকের জন্য FD বিনিয়োগ একটি ভাল অপশন হতে পারে। তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, এই FD হার আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে আপনি যদি এই ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কগুলিতে ৯ শতাংশ সুদে বিনিয়োগ করার কথা ভাবেন, তাহলে আপনার কী করা উচিত, তা জেনে নিন। 


FD Interest Rate: কোন ব্যাঙ্কগুলি ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে
সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 999 দিনের এফডিতে সাধারণ মানুষকে 8.51 শতাংশ ও প্রবীণ নাগরিকদের 8.76 শতাংশ সুদ দিচ্ছে।
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক 181 ও 501 দিনে সাধারণ মানুষকে 8.50 শতাংশ ও প্রবীণ নাগরিকদের 9.00 শতাংশ সুদ দিচ্ছে।
Ujjivan Finance Bank 560 দিনের মেয়াদি আমানতের উপর 8.20% সুদ দিচ্ছে।
ESAF Small Finance Bank সাধারণ মানুষকে 8 শতাংশ ও প্রবীণ নাগরিকদের 999 দিনের FD-তে 8.50 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
Utkarsh Small Finance Bank 700 দিনের FD-এ সাধারণ নাগরিকদের জন্য 8.25 শতাংশ ও বয়স্ক নাগরিকদের জন্য 9 শতাংশ সুদ দিচ্ছে৷


Fixed Deposit: বিনিয়োগ করার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন
আপনি যদি এই ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কগুলিতে বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তবে আপনার কিছু বিষয়ে বিশেষ জেনে নেওয়া উচিত। ঝুঁকি নেওয়ার আগে দেখে নেওয়া উচিত, এই ব্যাঙ্ক কোনও সমস্যায় আছে কি না। RBI-এর ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিমের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার টাকা পাওয়া হয়। এই বিমাতে আপনি মূল পরিমাণ ও সুদ উভয়ই পাবেন। আপনি যদি এই ধরনের ব্যাঙ্কে বিনিয়োগ করেন তবে আপনি অতিরিক্ত বিমাও নিতে পারেন।


আরও পড়ুন: Aadhaar Card: আধার নম্বর থাকলেই তুলতে পারবেন টাকা, ওটিপি বা পিন লাগবে না, জেনে নিন পদ্ধতি