Recurring Deposits: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রমাগত রেপো রেট বৃদ্ধির পরে বেশ কয়েকটি ব্যাঙ্ক পাঁচ বছরের মেয়াদে RD-র সুদের হার বাড়িয়েছে। ব্যাঙ্কবাজার ওয়েবসাইটের তথ্য বলছে, এই ব্যাঙ্কগুলি রেকারিং ডিপোজিটের ওপর 7.6 শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

DCB Bank: ডিসিবি ব্যাঙ্কএই ব্যাঙ্ক 5 বছরের মেয়াদ সহ রেকারিং ডিপোজিটের ওপর 7.6 শতাংশ সুদ দিচ্ছে। 2 কোটি টাকার কম মূল্যের RD-এর ক্ষেত্রে এই হার প্রযোজ্য।

Suryoday Small Finance Bank : সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগ্রাহকরা 5 থেকে 10 বছরের মেয়াদ সহ রেকারিং ডিপোজিটের ওপর 7.25 শতাংশ উপার্জন করতে পারেন। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই হার ৭.৫ শতাংশ।

Ujjivan Small Finance Bank: উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কবিনিয়োগকারীরা 36 থেকে 60 মাসের মেয়াদ সহ RD-এর ওপর 7.2 শতাংশ সুদ পেতে পারেন। 63 থেকে 120 মাসে পরিপক্ক হওয়া RD-র জন্য, প্রদত্ত সুদ বার্ষিক 6.5 শতাংশ।

Deutsche Bank : ডয়চে ব্যাঙ্কএই ব্যাঙ্ক RD-র ওপর  7.25 শতাংশ সুদ দিচ্ছে যা 60 মাসে ম্যাচিওরড হবে।

IndusInd Bank: ইন্ডাসইন্ড ব্যাঙ্কএই ব্যাঙ্কটি 61 মাস বা তার বেশি সময়ের রেকারিং ডিপোজিটের ওপর 7 শতাংশ সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত সুদের 50 বেসিস পয়েন্ট পাবেন।

Axis Bank: অ্যাক্সিস ব্যাঙ্কঅ্যাক্সিস ব্যাঙ্ক 5 বছরের মেয়াদের রেকারিং ডিপোজিটের ওপর 7 শতাংশ সুদ দেয়৷ এই বেসরকারি ঋণদাতা প্রবীণ নাগরিকদের 5 কোটি টাকার কম আমানতে 75 বেসিস পয়েন্ট বেশি অফার করে।

HDFC Bank : এইচডিএফসি ব্যাঙ্কবেসরকারি ঋণদাতা আরডিতে বার্ষিক 7 শতাংশ সুদ দিচ্ছে যা 5 বছরে ম্যাচিওরড হয়। প্রবীণ নাগরিকরা 7.5 শতাংশ সুদ পেতে পারেন।

রেকারিং ডিপোজিটে বিনিয়োগকারীরা ছয় মাস থেকে 10 বছরের মেয়াদের জন্য বেছে নিতে পারেন। এই ক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগ হল 1000 টাকা। একবার স্থির হয়ে গেলে কিস্তির পরিমাণ পরিবর্তন করা যাবে না।

RD এর মেয়াদে সুদের হার পরিবর্তিত হয় না। আমানতের মেয়াদ শেষ হলে বিনিয়োগকারী একটি বড় তহবিল পাবেন, যার মধ্যে অর্জিত সুদ এবং বিনিয়োগ থাকে। এই বিনিয়োগগুলিতে কর দিতে বাধ্য বিনিয়োগকারী।

Suryoday Small Finance Bank (SSFB) তার স্থায়ী আমানতের (FD) উপর সুদের হারে পরিবর্তন করেছে।  শুক্রবার, 5 মে, 2023 থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে ৷ 1 থেকে 5 বছরের মেয়াদে 2 কোটি টাকার কম আমানতের ওপর সুদের হার 49 থেকে 160 বেসিস পয়েন্ট (bps)পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 

আরও পড়ুন: Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৯.৬ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক