Budget Bikes: সাশ্রয়ী বাজেটে ভাল মাইলেজের বাইক কিনতে চাইলে নিচে দেওয়া বাইকগুলি হতে পারে সেরা অপশন। বেছে নিন নিজের সেরা বিকল্প।
Hero-র Hero Splendor Plus মোটরসাইকেলটি 70 Kmpl পর্যন্ত আকর্ষণীয় মাইলেজ সহ পাওয়া যাচ্ছে। এই বাইকটি 72,076 টাকা থেকে 76,346 টাকার মধ্যে কেনা যাবে৷
Hero-র Hero HF Deluxe বাইকটি 70 Kmpl পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এই বাইকটি 59,990 টাকা থেকে 67,138 টাকার মধ্যে কিনতে পারবেন ক্রেতা৷
Hero-র Hero Passion Pro বাইকটি 84 Kmpl পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এই বাইকটি 74,408 টাকা থেকে 80,858 টাকার মধ্যে কেনা যাবে৷
হোন্ডার হোন্ডা শাইন মোটরসাইকেলটি 65 Kmpl পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এই বাইকটি 78,414 টাকা থেকে 83,914 টাকার মধ্যে কেনা যাবে৷
TVS মোটর থেকে TVS Apache RTR 160 সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকটি 49 Kmpl মাইলেজ দিয়ে থাকে। এই স্পোর্টি বাইকটি 1.18 লক্ষ টাকা থেকে 1.25 লক্ষ টাকার মধ্যে কেনা যাবে৷
যাদের হালকা ওজনের দুই চাকার গাড়ি দরকার। TVS-এর নিজস্ব সাশ্রয়ী মূল্যের মোপেড TVS XL 100 তাদের জন্য পাওয়া যাচ্ছে। যেটি 45,241 টাকা থেকে 56,360 টাকা পর্যন্ত দামে কেনা যাবে।
Bajaj এর Bajaj Pulsar NS 125 55 kmpl পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এই বাইকটি 1.04 টাকায় কেনা যাবে।
বাজাজ পালসারের আরেকটি মডেল, বাজাজ পালসার 150 মডেলটি 50 Kmpl পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এই বাইকটি 1.04 টাকা থেকে 1.14 টাকার মধ্যে কিনতে পারবেন আপনি৷
Royal Enfield Super Meteor 650: বিশ্ব বাজারে প্রকাশ্যে এসেছে আগেই, এবার দেশের বাজারে দেখা যাবে Royal Enfield Super Meteor 650। কোম্পানি সূত্রে খবর, জানুয়ারিতেই ভারতের ক্রুজার বাজারে আসতে পারে এই বাইক। অন্তত সেই প্রস্তুতিই নিচ্ছে রয়্যাল এনফিল্ড।
নতুন বাইকের ভেরিয়েন্টে ইতিমধ্যেই গোয়াতে প্রকাশ্যে এনেছে কোম্পানি। যেখানে Super Meteor 650 ও Super Meteor 650 Tourer দেখিয়েছে কোম্পানি। অটো সাইটগুলির মতে, যা স্বাভাবিকবাবেই চিন্তায় রাখবে হার্লে ডেভিডসনকে। কারণ ক্রুজার বিভাগে হার্লের বাজার নষ্ট করতে পারে রয়্যাল এনফ্লিড। কম দামে বিশ্ব বাজারে বেশি শক্তিশালী ইঞ্জিন আনলেই ধাক্কা খাবে হার্লে।
আরও পড়ুন : Toyota Yaris Cross: ক্রেটা-সেলটসের সঙ্গে হবে লড়াই, টয়োটা আনছে এই গাড়ি
Car loan Information:
Calculate Car Loan EMI