ভুবনেশ্বর: দেশে টিকাকরণ চলছে জোরকদমে। এই আবহে বড় সাফল্য পেল ভুবনেশ্বর। ওড়িশার রাজধানীতে কোভিড টিকাকরণ ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে এমনটাই জানা গিয়েছে। দেশে এই প্রথম কোনও শহর যারা এই কৃতিত্ব অর্জন করল। ওড়িশা শহরে এক লক্ষ পরিযায়ী শ্রমিকদেরও প্রথম ডোজের টিকা দেওয়া হয়ে গিয়েছে। 


ভুবনেশ্বর মিউসিপ্যাল কর্পোরেশনের দক্ষিণ-পূর্ব জোনের ডেপুটি কমিশনার জানিয়েছেন, কোভিডের বিরুদ্ধে জনসংখ্যার ১০০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ হয়েছে।  পরিযায়ী শ্রমিকদেরও টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। তিনি এও জানিয়েছেন ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি লক্ষ্য স্থির করেছিল। যেখানে ৩১ জুলাইয়ের মধ্যে ১০০ শতাংশ টিকাকরণের। এই সময়ের মধ্যে ১৮ বছরের উপরে ৯ লক্ষ ৭ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। 


এদের মধ্যে রয়েছেন ৩১ হাজার স্বাস্থ্যকর্মী, ৩৩ হাজার প্রথমসারির যোদ্ধারা, ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের মধ্যে ৫ লক্ষ ১৭ হাজার এবং ৪৫ এর উপরে ৩ লক্ষ ২০ হাজার টিকা ডোজ দেওয়া হয়েছে। টিকাকরণের গতি ঠিক রাখতে ৫৫টি অতিরিক্ত টিকাকরণ কেন্দ্র তৈরি করা হয়েছে ভুবনেশ্বর জুড়ে। এর মধ্যে ৩০টি কেন্দ্র প্রাইমারি হেলথ সেন্টার এবং কমিউনিটি সেন্টারকে টিকাকেন্দ্র বানানো হয়েছিল। ৩০ জুলাই পর্যন্ত ১৮ লক্ষ ৩৫ হাজার ডোজ  দেওয়া হয়েছিল। এর থেকে এটা স্পষ্ট হয় যে ৯ লক্ষ ৭ হাজার জনসংখ্যার ভুবনেশ্বরে সবাই টিকা পেয়েছেন। তাঁরা দ্বিতীয় ডোজও নিয়েছেন। 



এদিকে, ভারতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও ফের বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৪১ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৮৩১। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৯ হাজার ২৫৮ জন। কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে ১০ রাজ্যে বেড়েছে করোনার গ্রাফ। দেশের ৪৬টি জেলায় করোনার 'পজিটিভিটি রেট' ছাড়িয়ে গিয়েছে ১০ শতাংশ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে কেন্দ্রের।



এদিকে দেশে পরের মাস অর্থাৎ অগাস্ট থেকেই শিশুদের কোভিড ভ্যাকসিন দেওয়া হতে পারে। এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া সহ একাধিক বিশেষজ্ঞ সেপ্টেম্বর নাগাদ শিশুদের জন্য টিকাকরণ চালু করা যাবে বলে আশাপ্রকাশ করেছিলেন। চিকিৎসক গুলেরিয়া জানিয়েছিলেন, হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাকসিন শিশুদের টিকাকরণের ট্রায়াল শুরু করবে সেপ্টেম্বর নাগাদ।