আগরতলা : শনিবারই কের পুজো উপলক্ষে ত্রিপুরার জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্য়েই ত্রিপুরার মাটিতে শোনা যাচ্ছে খেলা হবে স্লোগান। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পৌঁছনোর আগে শনিবার আগরতলায় পৌঁছন তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য ও তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভানেত্রী জয়া দত্ত। 


সম্প্রতি ভোটকূশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ জন সদস্যের একটি দল আগরতলায় আসেন। কিন্তু কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের হোটেলবন্দি করে বিজেপি শাসিত ত্রিপুরার প্রশাসন। হোটেলের বাইরে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। এই ঘটনার প্রবল সমালোচনা করে তৃণমূল। টিম PK-র সদস্যদের আটকে রাখার অভিযোগে আগরতলার ধর্মনগরে প্রতিবাদ মিছিলও করে তৃণমূল। পুলিশ সেই মিছিল আটকালে ধুন্ধুমার বেঁধে যায়। সেই সময়ই আগরতলায় পৌঁছায় টিম তৃণমূল। ব্রাত্য বসু, মলয় ঘটক, ডেরেক ও'ব্রায়েন। পরে আসেন কাকলি ঘোষ দস্তিদার। 


তৃণমূলের মিশন ত্রিপুরা নিয়ে রাজনৈতিক জল্পনার আবহেই শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইটারেও উঠে এল ত্রিপুরার প্রসঙ্গ। কের পুজো উপলক্ষে ত্রিপুরার জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন তিনি। শুধু তাই নয়। বাংলার পাশাপাশি বিজেপি শাসিত ত্রিপুরাতেও, ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালনের ডাক দিয়েছে তৃণমূল। 


আজ বেলা ১২টা নাগাদ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ। এই সফরে অন্যান্য দল থেকে কয়েকজন নেতার ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

এ নিয়ে ইতিমধ্যেই তৃণমূল-বিজেপির চাপানউতোর তুঙ্গে। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, '' বিজেপি ত্রিপুরাতে আগে কিছু ছিল না, আমরা এবার ত্রিপুরা জয় করব তার জন্যই আমরা প্রস্তুত হচ্ছি, ত্রিপুরায় বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা ভালবাসা ছিল, অভিষেক কাল যাচ্ছেন, হাওয়া উঠবে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় গেলে ঝড় উঠবে, বিপ্লব দেব আনপপুলার, সেটা আমরা ব্যবহার করে ক্ষমতায় আসার চেষ্টা করব''


পাল্টা দিলীপ ঘোষ বলেন, '' তৃণমূল কি ত্রিপুরাতে আছে? যা ছিল আমাদের দলে এসেছে, আগে শুরু হোক দেখা যাবে''