পটনা : 'স্পাইডার ম্যান' সিনেমার কথা মনে আছে ? বিশাল বিশাল অট্টালিকায় চড়ে বেড়াতে দেখা যায় প্রযুক্তি-নির্ভর 'মাকড়সা মানুষ'-কে । এই ছবি বিনোদন জুগিয়েছে গোটা বিশ্বের সিনেমা-প্রেমীকে। কিন্তু, বাস্তবে কার্যত একাজ অসম্ভব। যদিও সোশ্যাল মিডিয়ায় এখন চমক সৃষ্টি করেছে বিহারের 'স্পাইডার গার্লস'। সে আবার কীভাবে ? কোনও সাহায্য না নিয়েই তারা চড়ে ফেলছে ১২ ফুটের মসৃণ দেওয়াল।


অক্ষিতা গুপ্ত। পটনার ১১ বছরের কিশোরী। 'স্পাইডার ম্যান'-এর আদলে দেওয়ালে চড়ে তাক লাগিয়ে দিচ্ছে। তাও আবার কোনও রকম প্রশিক্ষণ ছাড়াই। তার বছর নয়ের বোন কৃপিতাও এনিয়ে চর্চা শুরু করেছে। রবিবার এই দুই বোন দাবি করে, কোনও সাহায্য ছাড়াই সহজেই পায়ে ভর করে মসৃণ মার্বেল গ্রানাইটের দেওয়ালে চড়তে পারবে তারা। ভার্চুয়ালি তারা কোনও সাহায্য ছাড়াই বাড়ির ১২ ফুটের দেওয়ালে চড়েও বসে। 


সংবাদ সংস্থা এএনআই-কে অক্ষিতা জানায়, যখন বাবা-মা কাজে বাইরে বেরোত, তখন ঘরের দেওয়ালে উঠতে ইচ্ছা করত। অভ্যাস করে, দেওয়ালে দ্রুত হাঁঠা শিখি।


সে আরও বলে, "যখন প্রথম আমার মা-বাবা বিষয়টি দেখে, ওরা অবাক হয়ে গিয়েছিল। প্রথমে মা আমাকে এটা করতে বারণ করত। বলেছিল, খুব ঝুঁকির কাজ এটা। কিন্তু, তা সত্ত্বেও আমি চর্চা চালিয়ে গেছি। এখন স্পাইডার ম্যানের মতো দেওয়ালে উঠতে পেরে আমি খুশি। শীঘ্রই হিমালয়ের চূড়ায় পৌঁছাতে চাই।"


অন্যদিকে এএনআই-কে কৃপিতা বলে, "দিদি অক্ষিতাকে দেখে সে দেওয়াল হাঁটতে শিখেছে।" এদিকে দুই মেয়ের এই নজিরে খুশি বাবা অজিত কুমার গুপ্তা । তিনি বলেন, "মেয়েদের এই প্রতিভা দেখি আমি গর্বিত। আমি মনে করি, ওরা একদিন হিমালয়ের চূড়ায় পৌঁছে যাবে। শুধু এই ১২ ফুটের মধ্যে নিজেদের ওরা আবদ্ধ রাখবে না।" 


মেয়েদের এই কৃতিত্বে একই রকম খুশি মা সঙ্গীতা গুপ্তাও। তিনি বলেন, "গ্রানাইটের দেওয়াল থেকে পড়ে যাবে এই ভেবে মাঝেমধ্যে ভয় পেতাম। কিন্তু, আজ আমি মেয়েদের নিয়ে গর্বিত। আশা করি, শীঘ্রই ওরা হিমালয়ে পৌঁছে যাবে। নতুন বিশ্ব রেকর্ড তৈরি করবে।"