বিহার: নিজের খামারবাড়িতে বাচ্চারা ক্রিকেট খেলায় রেগে আগুন মন্ত্রীপুত্র। চম্পারণে ‘শূন্যে গুলি’ চালিয়ে সাবধানবানী বিহারের (Bihar) পর্যটন মন্ত্রী (Tourist সগলগেূাী ) নারায়ণ প্রসাদের ছেলের। বন্দুকের বাঁট দিয়ে মেরে একজনকে আহত করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। মন্ত্রীপুত্র ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে তাণ্ডব চালানোর অভিযোগ। পালাতে গিয়ে পদপিষ্ট হয়ে ১০ জন শিশু গুরুতর জখম হয়েছ বলে সূত্রের খবর। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। মন্ত্রীপুত্রর গাড়ি ভাঙচুর করা হয়। 


উল্লেখ্য, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সোমবার সে রাজ্যে পর্যটকদের জন্য কড়া বার্তা দিয়েছেন। অনেকেই বলেছেন বিহারকে ড্রাই স্টেট ঘোষণার যে নির্দেশ রয়েছে সেই আইন শিথিল করার জন্য। যদিও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সাফ জানিয়েছেন আইন শিথিল করার কোনও প্রশ্ন নেই।         


সোমবার সাসারামে এক সমাবেশে তিনি নিষেধাজ্ঞা আইনের সমর্থনে সুর চড়িয়েছেন। নীতীশ কুমার বলেছেন, “কিছু লোক বলে যে যারা রাজ্যে বেড়াতে আসছেন তাদের একটু নেওয়ার অনুমতি দেয়, কিন্তু এটা কি সম্ভব? আমরা কি তাদের মদ খেতে দেব? আপনি কি অন্য রাজ্য থেকে আসা লোকদের মদ পান করতে দেবেন? যদি মদ্যপান করতে চান তাহলে বিহারে আসবেন না। যদি আপনি মদ পান করেন এবং বিহারের মদ পানের নিষেধাজ্ঞায় আপনার সমস্যা হয়, তাহলে বিহারে আসবেন না.. বিহারে আসার দরকার নেই।”    


 সম্প্রতি বিহারের এক যুবককে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়। বেশ কয়েকদিন ধরেই চলছিল কুকীর্তি ! মানবাধিকার কমিশনের স্টিকার লাগানো গাড়ি নিয়ে এসে অবৈধভাবে পণ্যবাহী গাড়ি থেকে তোলা হচ্ছিল টাকা । পুলিশের পরিচয় দিয়ে এভাবে টাকা তোলার অভিযোগে এবার গ্রেফতার হল বিহারের এক যুবক। চার জনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও, হাতেনাতে ধরা পড়ল এক যুবক। মালদা (Malda) জেলার হরিশ্চন্দ্রপুর (Harischandrapur) থানার অন্তর্গত ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার খোপাকাঠি চিকনা মোড় এলাকার ঘটনা। ধৃত যুবকের নাম সুমিত কুমার। বয়স ২৯ বছর। বাড়ি বিহারের (Bihar) কাঠিহার জেলার দেহারিয়া লক্ষ্মীটোলা এলাকায়। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।


এই এলাকা দিয়ে প্রত্যহ সেচ বিভাগের ছাইবোঝাই অনেক লরি যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিহার থেকে বেশ কয়েকদিন ধরে চার জন যুবক মানবাধিকার কমিশনের স্টিকার লাগানো গাড়ি নিয়ে আসছিল। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে রাস্তা দিয়ে যাওয়া গাড়ি থেকে অবৈধভাবে টাকা তুলছিল। আগের দিন রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। রাতের বেলায় এই ঘটনা দেখে সন্দেহ হয় গ্রামবাসীর। সকাল হতেই তারা পাকড়াও করে এক জন যুবককে। বাকি তিন জন অবশ্য গাড়ি নিয়ে চম্পট দেয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারা অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। বাকি তিন জনের খোঁজে তল্লাশি চলছে।