নয়া দিল্লি : চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের আকস্মিক মৃত্যু গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। বিভিন্ন মহল থেকে আসছে একের পর এক শোকবার্তা। শোকপ্রকাশ করলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিপিন রাওয়াতের সঙ্গে ছবি শেয়ার করেছেন অভিনেতা।
সম্প্রতি মুক্তি পাওয়া দেশাত্মবোধক সিনেমা "শেরশাহ"-য় মূল চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। চলতি বছরে কার্গিল বিজয় দিবসে সেই সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছিল কার্গিলে। সেই অনুষ্ঠানের একাধিক ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন সিদ্ধার্থ।
সিনেমাটি তৈরি হয়েছিল ভারতীয় সেনার ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবন ও সাহসিকতা নিয়ে। সিনেমার ট্রেলার লঞ্চের সেই অনুষ্ঠানে তোলা ছবিতে বিপিন রাওয়াতের সঙ্গে দেখা যাচ্ছে শহিদ বিক্রম বাত্রার পরিবারের সদস্যদের, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবাণী, ছবির প্রযোজক করণ জোহর ও পরিচালক বিষ্ণুবর্ধনকে।
ছবি শেয়ার করে সিদ্ধার্থ লিখেছেন, সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও আরও ১১ জনের মর্মান্তিক মৃত্যুতে আমি দুঃখিত। সম্প্রতি শেরশাহ-র ট্রেলার লঞ্চে তাঁর সঙ্গে দেখা হয়েছিল। এটা ছিল খুবই সম্মানের। ওম শান্তি। #রেস্টইন পিস #বিপিনরাওয়াত।
বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত(Chief of Defence Staff General Bipin Rawat)। কপ্টারে থাকা বাকি ১২ জনেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। তামিলনাড়ুর কুন্নুরে জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী-ও। গন্তব্য থেকে মাত্র পাঁচ মিনিটের আগের ব্যবধানেই ভেঙে পড়ে কপ্টারটি।
কোয়েম্বাত্তুরের(Coimbatore) সুলুরে সেনাঘাঁটি থেকে ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ সার্ভিসেস কলেজের উদ্দেশে রওনা দিয়েছিল Mi-17V-5 হেলিকপ্টারটি। তার পরেই দুর্ঘটনার কবলে পড়ে। মনে করা হচ্ছে, কুয়াশার কারণে অল্প দৃশ্যমানতা ছিল। তার জেরেই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও আইএএফ-এর তরফে ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার ভিডিওতেও জ্বলন্ত চপারের মারাত্মক ক্ষয়ক্ষতির ছবি উঠে এসেছে। তবে, জনবহুল এলাকা থেকে অল্প দূরত্বে হেলিকপ্টারটি ভেঙে পড়ায় আরও বড় দুর্ঘটনা এড়ানো গেছে।