নয়া দিল্লি : তামিলনাড়ুর নীলগিরি পর্বতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত(৬৩)(Chief of Defence Staff Bipin Rawat) সহ ১৩ জন। মৃতের তালিকায় রয়েছেন বিপিন রাওয়াতের স্ত্রী মধুলিকা রাওয়াতও। তামিলনাড়ুর সুলুরে বায়ুসেনা ঘাঁটি থেকে আজ সকালে সিডিএস-সহ ১০ যাত্রী ও চার ক্রু মেম্বার সম্বলিত Mi-17V5 হেলিকপ্টার রওনা দিয়েছিল। ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজে যাচ্ছিলেন তাঁরা। তার আগেই ঘটে যায় দুর্ঘটনা। প্রাণ হারান সস্ত্রীক বিপিন রাওয়াত ও আরও ১১ জন। এর সাথে সাথে পরিসমাপ্তি ঘটে এক দুর্ধর্ষ কেরিয়ারের। একনজরে দেখে নেওয়া যাক বিপিন রাওয়াতের উত্থান-
জেনারেল রাওয়াতের চার দশকেরও বেশি সময়ের কেরিয়ার। যা তাঁকে প্রতিরক্ষায় তিন ধরনের পরিষেবায় প্রথম জয়েন্ট চিফ নিযুক্ত হতে সাহায্য করেছে। সিডিএস এক অর্থে সরকারের সামরিক-সম্পর্কিত উপদেষ্টা এবং সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনাকে একছত্রে নিয়ে আসা যার প্রধান লক্ষ্য।
২০১৬ সালে তিনি ২৭তম চিফ অফ আর্মি স্টাফ নিযুক্ত হন। সেনাপ্রধানের পদ দখলে দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে অতিক্রম করে যান তিনি।
২০১৯ সালে সিডিএস হয়েছিলেন। সরকার সেনাবাহিনীর নিয়ম সংশোধন করে অবসরগ্রহণের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করেছে, যার ফলে এই পদে তাঁর নিয়োগের পথ প্রশস্ত হয়ে যায়।
উত্তর-পূর্ব ভারতে জঙ্গি-কার্যকলাপ কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কৃতিত্বও তাঁর। ২০১৫ সালে মায়ানমারে সীমান্ত পার অভিযান যেখানে ভারতীয় সেনাবাহিনী এনএসসিএন-কে জঙ্গিদের আক্রমণের সফলভাবে প্রতিক্রিয়া জানাতে পেরেছিল, তাও সম্পন্ন হয় তাঁর তত্ত্বাবধানে।
তিনি ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক পরিকল্পনার অংশ ছিলেন যেখানে ভারতীয় সেনা নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গিয়েছিল এবং পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালায়। জেনারেল রাওয়াত নয়াদিল্লির সাউথ ব্লক থেকে ঘটনাবলী পর্যবেক্ষণ করছিলেন বলে জানা যায়।
জেনারেল রাওয়াতকে তাঁর সেবার জন্য অনেক সম্মানে সম্মানিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে- পরম বিশিষ্ট সেবা পদক, উত্তম যুদ্ধ সেবা পদক, আতি বিশিষ্ট সেবা পদক, বিশিষ্ট সেবা পদক, যুদ্ধ সেবা পদক এবং সেনা পদক।
জেনারেল রাওয়াত সিমলার সেন্ট এডওয়ার্ড স্কুল এবং জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি, খড়কওয়াসলার প্রাক্তন ছাত্র ছিলেন। ১৯৭৮ সালের ডিসেম্বরে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে ইলেভেন গোর্খা রাইফেলসের পঞ্চম ব্যাটেলিয়নে নিযুক্ত হন। তিনি মর্যাদাপূর্ণ "Sword of Honour" প্রাপক ছিলেন। জেনারেল রাওয়াত মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাসের ফোর্ট লিভেনওয়ার্থের কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ (সিজিএসসি) কোর্সেও যোগ দিয়েছিলেন।