নয়াদিল্লি: অতিমারির প্রকোপে শুধু দেশের অর্থনীতিই নয়, বেসামাল রাজনৈতিক দলগুলির আয়ও। নির্বাচন কমিশনে জমা নথি অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। দেশের দুই প্রধান রাজনৈতিক দল, বিজেপি (BJP) এবং কংগ্রেস  (Congress) জানিয়েছে, অতিমারিতে চাঁদা এবং অনুদান থেকে টাকার পরিমাণ অনেকটাই কমে গিয়েছে তাদের (Political Donation)। 


বিজেপি, কংগ্রেস, কার কত আয়


২০২০-'২১ অর্থবর্ষের আয়ব্যয়ের হিসেব সম্প্রতি নির্বাচন কমিশনে (Election Commission) জমা দিয়েছে দুই দল। তাতে বিজেপি জানিয়েছে, ব্য়ক্তিগত অনুদান, ইলেক্টোরাল বন্ড এবং চাঁদা-সহ ২০২০-'২১ সালে মোট ৪৭৭ কোটি ৫৪ লক্ষ টাকা পেয়েছে দল। ২০১৮-'১৯ সালে যা ছিল ৭৪২ কোটি টাকা। ২০১৯-'২০ সালে ৭৮৫ কোটি টাকা হাতে আসে। অর্থাৎ অনুদান এবং চাঁদা থেকে প্রাপ্ত টাকার পরিমাণ কমে গিয়েছে ৩৯ শতাংশ।


বিগত কয়েক বছর ধরে একটানা বিজেপি-র সামনে কোণঠাসা হতে হতে কার্যত হালে পানি পাচ্ছে না কংগ্রেস। ২০২০-'২১ সালে মাত্র ৭৪.৫ কোটি টাকা অনুদান পায় তারা. ২০১৮-'১৯ সালে ১৪৬ কোটি টাকা এবং ২০১৯-২০ সালে ১৩৯ কোটি টাকা হাতে আসে তাদের। কংগ্রেসের প্রাপ্ত টাকার পরিমণ কমেছে ৪৫ শতাংশ।



বছরভর এমনিতে অনুদান, চাঁদা জমা হতেই থাকে রাজনৈতিক দলগুলির ঝুলিতে। নির্বাচনী মরশুমে টাকার পরিমাণ বেড়ে যায় অনেকটাই। গত দু'বছর নোভেল করোনাভাইরাস থেকে উদ্ভুত অতিমারির প্রকোপে তথৈবচ অবস্থা দেশের অর্থনীতির। রাজনৈতিক দলগুলির আয়েও তার প্রভাব পড়েছে বলে মত বিশেষজ্ঞদের।


আরও পড়ুন: Narendra Modi Update: দেশে দরিদ্রের সংখ্যা কমেছে! মোদির দাবি ঘিরে তরজা


নির্বাচন কমিশনে জমা পড়া নথি অনুযায়ী, বিজেপি মোট ৪৭৭ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার ৭৭ টাকা অনুদান পেয়েছে। কংগ্রেসের মোট প্রাপ্ত অনুদান ৭৪ কোটি ৫০ লক্ষ ৪৯ হাজার ৭৩১।


২০১৪ সালে কেন্দ্রে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর বিজেপি-র প্রাপ্ত অনুদান এবং চাঁদার পরিমাণ একধাক্কায় অনেকটাই বেড়ে যায়। এই দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দল তারা। ২০১৯-'২০ সালে নিজেদের সব সম্পত্তির পরিমাণ ৪ হাজার ৮৪৭ কোটি টাকা বলে দেখায় বিজেপি। ওই সময় কংগ্রেস মোট সম্পত্তির হিসেবে দেখিয়েছিল ৫৮৮.১৬ কোটি টাকা।


বিজেপি-ই এগিয়ে দৌড়ে


ADR Report-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, বিজেপি এই মুহূর্তে দেশের সবচেয়ে ধনী রাজনৈতিক দল। দেশের প্রাচীনতম দল কংগ্রেস রয়েছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে ছিল মায়াবতীর বহুজন সমাজ পার্টি।