নয়াদিল্লি: বিজেপি-র সংসদীয় বোর্ডে (BJP Parliamentary Board) বড় ধরনের রদবদল। কমিটি থেকে বাদ পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ি (Nitin Gadkari)। বাদ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকেও। এই সংসদীয় কমিটিই দলের সংগঠন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে। তা থেকেই বাদ পড়লেন নিতিন এবং শিবরাজ। তাঁদের বাদ দিয়ে কমিটিতে শামিল করা হয়েছে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পাকে (BS Yediyurappa)। 


বিজেপি-র সংসদীয় কমিটিতে বড় ধরনের রদবদল


বুধবার সংসদীয় কমিটির সদস্যদের নয়া তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তালিকার শীর্ষে রয়েছে। তার পর রয়েছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথ সিংহ। তালিকায় রয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, দলের ওবিসি মোর্চার সভাপতি কে লক্ষ্মণ, প্রাক্তন আইপিএস অফিসার ইকবাল সিংহ লালপুরা, সর্বভারতীয় সম্পাদক সুধা যাদব, সত্যনারায়ণ জটিয়া এবং বিএল সন্তোষ।



আরও পড়ুন: Bihar Cabinet Expansion: মন্ত্রিসভায় সম্প্রসারণ বিহারের নতুন সরকারের, 'সামাজিক বৈষম্যের' অভিযোগ বিজেপির


বিজেপি-র সংসদীয় কমিটি দলীয় সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ জায়গা। দলের হয়ে যাবতীয় সিদ্ধান্ত, নিজেদের দখলে থাকা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি-সহ গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা এই কমিটির দ্বারাই চালিত হন।  সেই কমিটি থেকে গডকড়ি বাদ পড়ায় হতবাক অনেকেই। 


কেন্দ্রের বিজেপি সরকারে অন্যতম অভিজ্ঞ মন্ত্রী গডকড়ি। একসময় বিজেপি-র সর্বভারতীয় সভাপতিও ছিলেন তিনি। এ যাবৎ দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতিদের সংসদীয় কমিটিতে রাখাই রেওয়াজ ছিল। কিন্তু তার অন্যথা চোখে পড়ল।  


একই ভাবে ইয়েদুরাপ্পাকে কমিটিতে জায়গা দেওয়াতেও চমক রয়েছে। কারণ গতবছরই কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে কার্য়ত বাধ্য করা হয় তাঁকে। ইয়েদুরাপ্পার বয়স ৭৭ বছর। অলিখিত হলেও, সাধারণত বয়স ৭৫ পেরোলে সংসদীয় কমিটিতে রাখা হয় না নেতাদের। সূত্রের খবর, দলের প্রতি অসন্তুষ্ট ছিলেন ইয়েদুরাপ্পা। তাঁর মন পেতেই তালিকায় নাম রাখা হয়েছে।


কমিটিতে ইয়েদুরাপ্পাকে রেখে চমক 


অন্য দিকে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, বিজেপি-র জাতীয় সাধারণ সবিচ ভূপেন্দ্র যাদবকে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য করা হয়েছে। সরানো হয়েছে শাহনাজ হুসেনকে।