SBI Fixed Deposit: স্বাধীনতার ৭৬তম বছর উপলক্ষ্যে আজাদি কা অমৃত মহোৎসব(Azadi Ka Amrit Mahotsav)পালন করছে দেশ। সেই উপলক্ষ্যে বিনিয়োগকারীদের জন্য সুখবর নিয়ে এল স্টেট ব্যাঙ্ক (SBI)। এবার স্থায়ী আমানতে আরও বেশি সুদ দেবে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। উৎসব ফিক্সড ডিপোজিট (Utsav Deposit) নামে মেয়াদি আমানত নিয়ে এল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। মনে রাখবেন, কেবল সীমিত সময়ের জন্যই পাওয়া যাবে এই ফিক্সড ডিপোজিট।


SBI Utsav Deposit: কত দিন টাকা রাখলে কত সুদ ?
Utsav ফিক্সড ডিপোজিট স্কিমে, ১০০০ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটের ওপর বার্ষিক ৬.১০ শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকরা রেগুলার হারের চেয়ে ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন। এই হারগুলি ১৫ অগাস্ট ২০২২ থেকে কার্যকর হয়েছে। মনে রাখবেন, এই স্কিমটি ৭৫ দিনের জন্য বৈধ।


SBI Fixed Deposit: স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের হার
SBI সম্প্রতি ২ কোটির নিচে স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধি করেছে। ১৩ অগাস্ট থেকে নতুন সুদের হার ঘোষণা করেছে ব্যাঙ্ক কর্তপক্ষ। ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদের জন্য সুদের হার ১৫ bps বাড়িয়েছে। স্টেট ব্যাঙ্ক ১৮০ থেকে ২১০ দিনের মধ্যে ফিক্সড ডিপোজিটের সুদের হার ৪.৪০ শতাংশ থেকে ৪.৫৫ শতাংশ বাড়িয়েছে৷ SBI এক বছর থেকে দুই বছরের কম মেয়াদি আমানতের জন্য ৫.৩০ শতাংশ থেকে ৫.৪৫ শতাংশ সুদের হার বাড়িয়েছে। ২ বছর থেকে ৩ বছরের কম মেয়াদি আমানতের সুদের হার ৫.৩৫ শতাংশ থেকে বেড়ে ৫.৫০ শতাংশ হয়েছে, যেখানে ৩ বছর থেকে ৫ বছরের কম মেয়াদি আমানতের সুদের হার ৫.৪৫ শতাংশ থেকে বেড়ে ৫.৬০ শতাংশ হয়েছে। পাশাপাশি স্টেট ব্যাঙ্ক ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদপূর্তির ফিক্সড ডিপোজিটের সুদের হার ৫.৫০ শতাংশ থেকে ৫.৬৫ শতাংশ করেছে।


SBI Utsav Deposit: প্রবীণ নাগরিকদের জন্য কী সুবিধা ?
প্রবীণ নাগরিকদের জন্য SBI একটি বিশেষ "SBI Wecare" ডিপোজিট খুলেছে। যেখানে প্রবীণ নাগরিকদের জন্য খুচরো টার্ম ডিপোজিট চালু করা হয়েছে। এখানে ৩০ bps এর অতিরিক্ত প্রিমিয়াম পাবেন সিনিয়র সিটিজেনরা। তবে মনে রাখবেন, কেবল ৫ বছর ও তার বেশি মেয়াদের জন্য সিনিয়র সিটিজেনদের এই খুচরো টার্ম ডিপোজিটের সুবিধা দেওয়া হবে। "SBI Wecare" ডিপোজিট স্কিম ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত থাকবে৷


আরও পড়ুন : SBI Free Doorstep Banking: বিনামূল্যে দুয়ারে ব্যাঙ্কিং, এঁদের জন্য স্টেট ব্যাঙ্ক দিচ্ছে সুবিধা