Meta On Facebook Feature: একটি অ্যাকাউন্ট থেকে জুড়তে পারবেন সর্বোচ্চ পাঁচটি প্রোফাইল। ব্যবহারকারীদের সুবিধার্থে এই নতুন সুবিধা দিতে চলেছে ফেসবুক (Facebook)। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে শুরু হয়ে গিয়েছে ফেসবুকের এই নতুন ফিচার। এই খবর নিশ্চিত করছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা (Meta)।
Facebook New Feature: কী আছে নতুন ফিচারে ?
ফেসবুকের এই নতুন ফিচার নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে টেক দুনিয়ায়। TechCrunch-এর রিপোর্ট বলছে, এক অ্যাকাউন্টে পাঁচটি প্রোফাইল জোড়ার পাশাপাশি অনন্য বৈশিষ্ট্য নিয়ে আসছে ফেসবুক। যেখানে চাইলেই বিভিন্ন প্রোফাইল দিয়ে একেক গ্রুপে জুড়তে পারবেন ব্যবহারকারী। উদাহরণ হিসাবে, ব্যবহারী চাইলেই ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একটি নির্দিষ্ট প্রোফাইল ব্যবহার করতে পারবেন। বাকি অফিশিয়াল বা ততটা পরিচিত নয়, এমন গ্রুপে ব্যবহার করতে পারবেন অন্য প্রোফাইল। চাইলে যখন-তখন যেকোনও প্রোফাইল জুড়ে দিতে পারবেন যেকোনও ফেসবুক গ্রুপে। মাত্র কয়েকটি ট্যাপেই হয়ে যাবে এই কাজ।
Facebook Update: কী বলছে মেটার মুখপাত্র ?
নতুন এই বৈশিষ্ট্য নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে মেটা। কোম্পানির মুখপাত্র লিওনার্ড ল্যাম জানিয়েছেন, ব্যবহারকারীদের বিভিন্ন বিষয়ে আগ্রহ ও সম্পর্কের উপর ভিত্তি করে নতুন একটি পরীক্ষামূলক কাজ করছে মেটা। এখানে একটি ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে একাধিক প্রোফাইল জুড়ে কাজ করার সুবিধা দেওয়া হয়েছে। তবে ফেসবুকের এই সুবিধা নিতে অবশ্যই কোম্পানির নিয়ম মেনে চলতে হবে ব্যবহারকারীদের।
Facebook New Feature: অতিরিক্ত প্রোফাইলে প্রয়োজন নেই ইউজারের আসল নাম
মেটার তরফে জানানো হয়েছে, নতুন এই ফিচারে অতিরিক্ত প্রোফাইলগুলিতে ব্যবহারকারীর আসল নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। এই ক্ষেত্রে ব্যবহারকারীরা যেকোনও প্রোফাইল নেম ও ইউজার নেম বেছে নিতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, এই দুই ক্ষেত্রে যেন কোনও সংখ্যা বা বিশেষ অক্ষর ব্যবহার না করা হয়।
ফেসবুক বলেছ, ব্যবহারকারীকে প্রধান প্রোফাইল বা দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রোফাইলে নিজের নাম ব্যবহার করতে হবে। এখানেই শেষ নয়, ফেসবুক জানিয়েছে, এই অতিরিক্ত প্রোফাইলগুলির সুবিধা নিতে অবশ্যই কোম্পানির নীতি মানতে হবে ইউজারকে। সেই ক্ষেত্রে চাইলে নিজের প্রোফাইলগুলিকে ভুলভাবে উপস্থাপন করতে পারবেন না ব্যবহারকারী। এই নিয়ম না মানলে ব্যবস্থা নেবে ফেসবুক।
আরও পড়ুন : WhatsApp Update: হোয়াটসঅ্যাপে হারানো ডেটা ফিরে পেতে চান ? এই সহজ ধাপে রইল সমাধান