New BMW G 310 RR: BMW Motors ভারতে তাদের নতুন BMW G 310 RR এর প্রি-বুকিং শুরু করেছে। এতদিন ভারতের বাজারে প্রিমিয়াম বাইক বিক্রি করত BMW। এবার সেই তালিকায় জুড়তে চলেছে নতুন মিড-লেভেল স্পোর্টস বাইক। ১৫ জুলাই 310 সিসির এই বাইক লঞ্চ হত পারে বাজারে। এবার BMW G 310 RR নিয়ে আসছে কোম্পানি।
BMW G 310 RR: দেখতে কেমন বাইক ?
সম্প্রতি কোম্পানি এই নতুন বাইকের টিজার প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, BMW G 310 RR এর নকশার সঙ্গে Apache RR 310-এর নকশার মিল রয়েছে। একে আরআর 310 এর একটি রিভিজিট সংস্করণও বলা যেতে পারে। টিজারে বাইকের কালার স্কিম ও নতুন স্টিকার ডিজাইনের ঝলকও দেখা যাচ্ছে। লাল, নীল ও বেগুনি রঙে পাওয়া যাবে এই বাইক। যা বাইককে একটি বিলাসবহুল চেহারা দিয়েছে।
BMW G 310 RR: ইঞ্জিন ক্ষমতা
এটি একই 310 সিসির সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন পাচ্ছে। এই ইঞ্জিনটি BMW G 310 Twins (BMW G 310 Twins)-এও ব্যবহৃত হয়। এই ইঞ্জিন সর্বোচ্চ 34 এইচপি ও 27.3 এনএম এর সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। এই বাইকে রয়েছে 6-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স।
BMW G 310 RR: কোন প্ল্যাটফর্মে তৈরি বাইক ?
এই বাইকে ব্যবহৃত প্ল্যাটফর্মটি কোম্পানির টিভিএস মোটরসের সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মটি উভয় কোম্পানি তাদের মডেলের জন্য ব্যবহার করে। আরও তথ্যের জন্য, আমরা আপনাকে বলব যে একই প্ল্যাটফর্মটি BMW G 310 GS (BMW G 310 GS) অ্যাডভেঞ্চার-টুরারে পাওয়া যাবে।
BMW G 310 RR: দাম কত হবে নতুন BMW RR 310-এর ?
BMW RR 310 এর দাম Apache RR 310 (Apache RR 310) এর কাছাকাছি হবে বলে আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে, বাইকটির দাম প্রায় 2.90 লক্ষ টাকা হবে। বলা হচ্ছে যে এই বাইকটি ভারতীয় বাজারে KTM RC 390 এর মত বাইকের সঙ্গে প্রতিযোগিতা করতে চলেছে।
আরও পড়ুন : Mahindra XUV 400 EV: এবার দেশের বাজারে ছোট ইলেকট্রিক কার আনতে চলেছে মহিন্দ্রা