Nupur Sharma Comment Controversy : ছড়াচ্ছে ক্ষোভ। ছড়াচ্ছে হিংসা। এ রাজ্যের বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি অগ্নিগর্ভ। বিক্ষোভের নামে শুরু হয়ে গিয়েছে তাণ্ডব। অবরোধ, হিংসা থেকে অগ্নিসংযোগ - ক্রমেই বাড়ছে অশান্তির আঁচ। এবার সেই উত্তাপ ছড়িয়েছে পড়শি রাজ্যেও।
পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার ( Nupur Sharma ) বিতর্কিত মন্তব্যের পর অগ্নিগর্ভ ঝাড়খণ্ডের রাঁচিও । সেখানে সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জনের। আহত বেশ কয়েকজন। গতকাল রাঁচির (Ranchi) বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। পাথরবৃষ্টির পাশাপাশি, একাধিক গাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভ হঠাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে রাঁচির বেশ কয়েকটি জায়গায় কার্ফু জারি করা হয়। খবর এএনআই সূত্রে।
ঝাড়খণ্ডের (Jharkhand ) জনগণকে "খুবই সংবেদনশীল এবং সহনশীল" বলে উল্লেখ করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন শুক্রবার জনগণকে সম্প্রীতি বজায় রাখার আবেদন করেন। অপরাধের দিকে চালিত করে এমন কোনও কার্যকলাপে অংশ নেওয়া থেকে জনগণকে বিরত থাকার জন্য আবেদন করেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার দরকার নেই। সোরেন বলেন, ' আমি সবাইকে সম্প্রীতি বজায় রাখার জন্য এবং এমন কোনও ক্রিয়াকলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই "।
এ রাজ্যেও ছড়াচ্ছে অশান্তি
অন্যদিকে, এ রাজ্যেও দিল্লির বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্য ঘিরে বিভিন্ন জায়গায় প্রতিবাদের নামে তাণ্ডব চলছে। হাওড়ায় খোদ ডোমজুড় থানায় ভাঙচুর করা হয়! পুলিশ কিয়স্কে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা। পাঁচলা, উলুবেড়িয়ায় বিজেপি পার্টি অফিসে আগুন লাগানোহয় বলে অভিযোগ। অশান্তি এড়াতে সোমবার পর্যন্ত গোটা হাওড়া জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার হাওড়ায় ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধের পরই, মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন করে মানুষকে ভোগান্তিতে ফেলে, এ ধরণের প্রতিবাদ না জানানোর জন্য। বৃহস্পতিবার হাওড়ায় ঘণ্টার পর ঘণ্টা পথ অবরোধের পরই, মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন করে মানুষকে ভোগান্তিতে ফেলে, এ ধরণের প্রতিবাদ না জানানোর জন্য। উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়ে জ্বালিয়ে দেওয়ার হল পুলিশের একাধিক গাড়ি, কিয়স্ক। শুক্রবার ডোমজুড়ের রানিহাটির মোড় থেকে সাঁতরাগাছির আগে পর্যন্ত, ৬ নম্বর জাতীয় সড়কের ১৩ কিলোমিটার ১৪৪ ধারা জারি করা হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর। কিন্তু তা তোয়াক্কা না করেই এদিন দুপুর একটা থেকে বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ।