চণ্ডীগড়: রাত থেকে নিখোঁজ তিন মেয়ে (3 Missing Sisters Body)। শেষমেশ খোঁজ মিলল ঠিকই, তবে তিনজনের একজনও আর জীবিত নেই। ঘরের মধ্যে একটি ট্রাঙ্ক থেকে উদ্ধার হয় তিন বোনের দেহ। পঞ্জাবের (Punjab Body Recovery) জলন্ধর জেলার কানপুর গ্রামের ঘটনা।
কী জানা গেল?
মকসুদান পুলিশ স্টেশনের আধিকারিকদের বক্তব্য, গত কাল অর্থাৎ রবিবার তিন কন্যার নিখোঁজ হওয়ার খবর জানিয়ে থানায় এসেছিলেন মা-বাবা। কাজ থেকে বাড়ি ফেরার পর থেকে তাদের দেখতে পাননি মা-বাবা, এমনই অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির ৫ সন্তান। পেশায় পরিযায়ী শ্রমিক ওই দম্পতি কাজ থেকে ফিরে তিন মেয়ের খোঁজ না পেয়ে পুলিশ স্টেশনে আসেন। তবে প্রথমে কিছু জানা যায়নি। তদন্তকারীদের বক্তব্য, যে বাড়িতে পরিবারটি ভাড়া থাকত সেটি ছেড়ে অন্যত্র উঠে যাচ্ছিল। সোমবার সকালে জিনিসপত্র 'শিফট' করতে গিয়ে হঠাৎই বাবার মনে হয়, ট্রাঙ্কটি ভীষণ ভারী। খুলে দেখতেই নজরে আসে, 'নিখোঁজ' তিন মেয়ের দেহ পড়ে রয়েছে। মৃত তিন জনের এক জনের বয়স ৯, দ্বিতীয় জনের বয়স ৭ এবং তৃতীয় জন ৪। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ এলাকা, শোকে ভাষা হারিয়েছে পরিবার। তবে পুলিশ সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, যে বাড়িতে পরিবারটি এত দিন ভাড়া ছিল সেটি খালি করার জন্য কার্যত শাসানি দিয়েছিল বাড়িওয়ালা। সূত্রের আরও খবর, পাঁচ সন্তানের বাবা, পেশায় পরিযায়ী শ্রমিক ওই ব্যক্তির মদের নেশা ছিল। সেই সংক্রান্ত আপত্তি থেকেই বাড়ি খালি করে দিতে বলেছিলেন বাড়িওয়ালা। সেই মতো অন্য বাড়িতে উঠে যাওয়ার তোড়জোড় চলছিল। তার মধ্যে এই হাড় হিম করা ঘটনা। পুলিশ তদন্ত শুরু করেছে। তিনটি দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এর আগে গত অগাস্টে মাসে, এ রাজ্যের বাঁকুড়ার শালতোড়ায় প্রতিবেশীর বাড়ির গোবর গ্যাসের ট্যাঙ্ক থেকে নিখোঁজ গৃহবধূর গলার নলি কাটা দেহ উদ্ধার হয়েছিল। অভিযোগ ছিল, পণের দাবি মেটাতে না পারায় খুন করা হয় ওই গৃহবধূকে। খুনের অভিযোগে শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। স্বামীকেও আটক করা হয়।
মর্মান্তিক ঘটনা...
বাঁকুড়ার ঘটনার শুরুটা অবশ্য় নির্মম ছিল না। ভালবেসে বিয়ে করা স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে ঘর বেঁধেছিলেন ওই গৃহবধূ। কিন্তু তিনমাসের মধ্যেই মোহভঙ্গ হয় বলে অভিযোগ। মূল্য চোকাতে হয় জীবন দিয়ে। প্রতিবেশীর বাড়ির গোবর গ্যাসের ট্যাঙ্কে মেলে গৃহবধূর গলার নলি কাটা দেহ। পরিবার সূত্রে খবর, বছর দুয়েক আগে বিষজোড় গ্রামের এক যুবককে ভালবেসে বিয়ে করেন মোনালিসা। মাসকয়েক আগে স্বামীর গাড়ি চালক কাজু ঘটকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তিনমাস আগে স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। গত ১ মে দু’জনে বিয়েও করেন। অভিযোগ, ঘটনার আগের দিন দ্বিতীয় স্বামীর ফোনে মেয়ের নিখোঁজ হয়ে যাওয়ার খবর পেয়েছিলেন মোনালিসার মা-বাবা। জানতে পারেন দ্বিতীয় পক্ষের শ্বশুর-শাশুড়িও উধাও। সেই দিনই শালতোড়া থানায় মিসিং ডায়েরিও করেন দ্বিতীয় স্বামী। এর পরই প্রকাশ্যে আসে গোটা ঘটনা।
আরও পড়ুন:BMW iX1 এবং Kia EV6-এর মতো বিলাসবহুল SUV-এর তুলনা দেখুন, আপনার জন্য কোনটি ভাল তা জানুন