জম্মু: কাঠুয়ায় রঞ্জিত সাগর বাঁধের কাছে ভেঙে পড়ল একটি হেলিকপটার। ভারতীয় সেনার কপ্টার এটি। বাঁধের উপ দিয়ে যাচ্ছিল চপারটি। সেখানে হঠাত্ ভেঙে পড়ে সেটি। উদ্ধারকাজে ছুটেছে নিরাপত্তাবাহিনী। কপ্টারে ঠিক কতজন ছিলেন, তাঁদের হাল হকিকত সম্পর্কে জানা যাচ্ছে না কিছুই। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল উদ্ধারকাজে নেমেছে। 
একটি সূত্রে জানা গেছে, হেলিকপ্টারে তিনজন আরোহী ছিলেন। সেনাবাহিনীর হেলিকপ্টারটি নিয়ম মাফিক টহল দিচ্ছিল। জানা গেছে, সেনাবাহিনীর একটি হেলিকপ্টার জলের মধ্যে পড়ে যায়। এনডিআরএফের তরফে জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলার একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে, " জানান লাম্বা। এটি কোনও যান্ত্রিক ত্রুটি নাকি ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে, খতিয়ে দেখা হচ্ছে।