CBSE 10th Result 2021: গত সপ্তাহেই প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশিত হয়েছে। জল্পনা মঙ্গলবার দুপুরেই হয়তো বহু প্রতীক্ষিত সিবিএসই দশম শ্রেণির রেজাল্ট প্রকাশিত হতে পারে। চূড়ান্ত রেজাল্ট ঘোষণার কয়েক ঘণ্টা আগে বোর্ড  ফলাফলের তারিখ এবং সময় ঘোষণা করতে পারে বলেই মনে করা হচ্ছে। 


শিক্ষার্থী এবং অভিভাবকদের CBSE (CBSEHQ)- এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ বোর্ড সেখানে CBSE ক্লাস টেনের এর ফলাফল তারিখ এবং সময় ঘোষণা করবে এমনটাই সূত্রের খবর। অতিমারির জেরে সিবিএসই বোর্ড এই বছর সমস্ত পরীক্ষা বাতিল করেছে এবং অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করেছে।


সিবিএসই-র পক্ষ থেকে মূল্যায়ণের যে মাপকাঠি দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে সিবিএসই অনুমোদিত স্কুলগুলি পড়ুয়াদের নম্বর পাঠিয়ে দিয়েছে বোর্ডে। এরপরই ফল প্রকাশিত হবে। দশমের ক্ষেত্রে ৫টি বিষয়ের মধ্যে সেরা তিনটি বিষয়ের নম্বর নেওয়া হবে। করোনা আবহে এবার সিবিএসই দশমের পরীক্ষা হয়নি। বিকল্প মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে। এ ক্ষেত্রে রেজাল্ট জানতে হলে আগে রোল নম্বরটি জেনে নেওয়া জরুরি।


গত বছর থেকেই করোনা সংক্রমণের কারণে বন্ধ স্কুল। বেশিরভাগ জায়গাতেই অনলাইনে ক্লাস হচ্ছে। এবার করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বেশিরভাগ রাজ্য এবং কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা বাতিল করা হয়েছে। এরাজ্যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি।


কীভাবে রোল নম্বর ফাইন্ডার অ্যাকসেস করা যাবে



  • সিবিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

  • স্ক্রোল করে পেজের নিচে নামুন। 'Roll Number Finder' লেখা অংশের ওপরে ক্লিক করুন। 

  • এর পর একটা নতুন পেজ খুলবে। এরপর সেটায় 'Continue লেখায় ক্লিক করুন।

  • পরীক্ষার্থীরা নিজেদের শ্রেণি বাছুন।

  • এর পর নিজের নাম, বাবার নামসহ প্রয়োজনীয় তথ্য দিন। 

  • এর পর দশমের রোল নম্বর জানতে সার্চ করুন।


সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-তে ফল প্রকাশিত হবে। এছাড়াও cbseresults.nic.in এবং results.gov.in থেকে ফল দেখতে পাবেন পড়ুয়ারা।


সিবিএসই-র সরকারি ওয়েবসাইট ছাড়াও umang.gov.in, DigiLocker app এবং DigiResults এও ফলাফল জানা যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে সিবিএসই১০ টাইপ করে রোল নম্বর, স্কুল, সেন্টার উল্লেখ করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠিয়ে দিতে হবে।